বাড়িতে বসেই এক্কেবারে আরামের ব্যবসা! প্রায় লাখ টাকার কাছাকাছি ইনকাম, বিক্রি নিয়েও চাপ নেই

নেশনহান্ট ডেস্ক: অনেকেই রয়েছেন যারা স্বাধীনভাবে উপার্জন করতে পছন্দ করেন। স্বাধীনভাবে উপার্জন বলতে ব্যবসাকে বোঝায়। তবে ব্যবসার ক্ষেত্রে মূল সমস্যা হয়ে দাঁড়ায় মূলধন। আবার অনেকে ভাবেন ব্যবসায় উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করবেন। কিন্তু বর্তমানে এমন এক ধরনের বিজনেস মডেল রয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসে এই ব্যবসা করে পণ্য বিক্রি করতে পারেন সংস্থার কাছে।

এই সংস্থা আপনার থেকে উৎপাদিত পণ্য কিনে নিয়ে আপনাকে দাম দিয়ে দেবে। অর্থাৎ আপনার উৎপাদিত পণ্য বিক্রি করার চিন্তা থাকবে না। আমাদের দেশে ধূপকাঠির ব্যবসা বেশ জনপ্রিয়। ধূপকাঠির চাহিদা আমাদের দেশে চোখে পড়ার মতো। বর্তমানে যন্ত্রের মাধ্যমে ধূপকাঠি তৈরি করা হয়। আপনারা ঘরে বসেই এই ধূপকাঠি তৈরির ব্যবসা শুরু করতে পারেন।

আরোও পড়ুন : শীতে দিঘা যাওয়ার প্ল্যান? সাবধান! জারি হল নয়া নির্দেশিকা, না মানলেই বাড়বে বিপদ

ধূপকাঠি কোম্পানিগুলি এই ধরনের মেশিন সরবরাহ করবে আপনাকে। এরপর সেই মেশিনের সাহায্যে  আপনাকে তৈরি করতে হবে ধূপকাঠি। ধূপকাঠি তৈরীর যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উপকরণ আপনাকে কোম্পানি দেবে। বাড়ি বসেই আপনাকে যন্ত্রের মাধ্যমে তৈরি করতে হবে ধূপকাঠি। এরপর প্যাকিং করে সেই ধূপকাঠি ফিরিয়ে দিতে হবে কোম্পানির কাছে।

আরোও পড়ুন : মমতার বিজয়া সম্মিলনী থেকেই সূত্রপাত! পালাবদলের পথে বাবুল? লোকসভা ভোটের আগে তুঙ্গে জল্পনা

সম্পূর্ণ কাজ হওয়ার পর কোম্পানির পক্ষ থেকে আপনাকে অর্থ প্রদান করা হবে। কুটির শিল্পের বিকাশ ও শ্রমিকদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ধরনের ব্যবসা বেশ জনপ্রিয়। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে ১৫ হাজার টাকার একটি ধূপকাঠি তৈরির মেশিন কিনতে হবে। এমন বহু সংস্থা রয়েছে যারা আপনাকে মেশিন কেনার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য পণ্য সরবরাহ করতে সাহায্য করবে।

screenshot 2023 11 07 20 04 41 03 680d03679600f7af0b4c700c6b270fe7

এই বিজনেস মডেল অনুযায়ী আপনি যদি প্রতিদিন কুড়ি কেজির পণ্য উৎপাদন করেন তাহলে তা কোম্পানি কিনে নেবে। কোম্পানির নীতি অনুযায়ী ২০ কেজির বেশি পণ্য কেনা যাবে না। ধূপকাঠি তৈরি করে আপনি প্রতিদিন কমপক্ষে ৩ হাজার টাকা উপার্জন করতে পারেন। সঠিক শ্রম ও বুদ্ধিমত্তার সাথে কাজ করলে মাসিক ৯০ হাজার টাকার রোজগার হতে পারে।