নেশনহান্ট ডেস্ক : আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি বিভিন্ন সময়ে থাকেন খবরের হেডলাইন্সে। শূন্য থেকে তিনি যে সংস্থা শুরু করেছিলেন তা আজ একটি মহীরুহে পরিণত হয়েছে। দেশ এমনকি বিদেশের একাধিক সেক্টরে এই কোম্পানির বিনিয়োগ রয়েছে। অত্যন্ত সাফল্যের সাথে আদানি গোষ্ঠী আজ ব্যবসা করছে গোটা বিশ্বজুড়ে।
এবার ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি নিতে চলেছেন একটি বড় পদক্ষেপ। দ্য ইকোনমিক টাইমস এ প্রকাশিত খবর অনুযায়ী, আদানি গোষ্ঠী আগামী এক মাসের মধ্যে বিক্রি করতে চলেছে আদানি উইলমারকে। বাজার বিশ্লেষকদের মতে আদানি গোষ্ঠীর এই পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরোও পড়ুন : লাগে ১০৮ মাথার খুলি, সঙ্গে মদ-মাংস! মহাশ্মশানে ডাকিনী-যোগিনী নিয়েই জেগে ওঠেন এই মা কালী
বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী দিনে আদানি গোষ্ঠীর FMCG বাজার নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। আজ সংস্থা বিক্রির খবর সামনে আসার পর হঠাৎ করেই শেয়ারে পতন লক্ষ্য করা যায় আদানি উইলমারের। আদানি উইলমারের ১.৭০% শেয়ার হ্রাস পেয়েছে আজ। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী তার আগামী দিনে নির্দিষ্ট কিছু সেক্টরেই বিনিয়োগ করতে চলেছে।
আরোও পড়ুন : এবার চাপে পড়ল দিদি নম্বর ১! জনপ্রিয় শো নিয়ে ভিন্ন ভাবনা Zee Bangla’র, মন খারাপ রচনাপ্রেমীদের
উইলমারের বিক্রি নিয়ে আদানি গোষ্ঠী কিছু না জানালেও অনেকে বলছেন, আগামী দিনে আদামি গোষ্ঠী বেশ কিছু অংশীদারিত্ব থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে। এছাড়াও তাদের বড় পরিকল্পনা রয়েছে FMCG-এর জন্য। উইলমারের শেয়ার বিক্রি থেকে যে অর্থ আসবে তা হাইড্রোজেন গ্রিন এনার্জিতে বিনিয়োগ করা হবে বলে সূত্রের খবর।
ইকোনমিক টাইমস এ প্রকাশিত খবর অনুযায়ী, এই চুক্তির পরিমাণ হতে পারে আড়াই থেকে তিন বিলিয়ন ডলার। এই চুক্তি সম্পন্ন করার জন্য আদানি গোষ্ঠী এক মাসের সময়সীমা নির্ধারণ করেছে। সংস্থা বিক্রি করার ব্যাপারে ইতিমধ্যেই কোম্পানি একাধিক গ্রুপের সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর অংশু মালিক কোম্পানি ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।