নেশন হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন আমাদের দেশের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। তিনি জীবনের প্রতিটি বিষয়গুলিকে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। এছাড়াও, তিনি মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সঠিক পথপ্রদর্শনও করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে সতর্ক করেছেন সবাইকে। শুধু তাই নয়, জীবনে চলার পথে কোন কোন ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। এমতাবস্থায়, চলুন জেনে নিই চাণক্য নীতিতে কোন ৬ ব্যক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১. ক্রোধী ব্যক্তি: যে ব্যক্তি সারাক্ষণ রেগে থাকেন এবং ছোটখাটো বিষয়েও সহজে রেগে যান তাঁদের থেকে দূরে থাকা উচিত। কারণ, তিনি শুধু নিজের জন্য নয় বরং, অন্যের জন্যও সমস্যা তৈরি করতে পারেন। একজন মানুষ যখন রেগে যান তখন তিনি ঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারেন না। তাই, এইরকম ক্রোধী ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয় এবং তাঁর সাথে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।
২. স্বার্থপর ব্যক্তি: স্বার্থপর ব্যক্তিরা সর্বদা নিজের সুবিধার দিকে লক্ষ্য রাখেন। এমনকি, তাঁরা অনেকসময় অন্যের ক্ষতি করেও নিজেদের স্বার্থকে প্রাধান্য দেন। এই ব্যক্তিরা কখনোই কারোর প্রয়োজনে উপকার করেন না। তাই, এইরকম ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত।
৩. মিথ্যেবাদী: কিছু কিছু মানুষ থাকেন যাঁরা প্রতি মুহূর্তেই মিথ্যে কথা বলতে থাকেন। অর্থাৎ, তাঁরা মিথ্যে বলতে দ্বিধা বোধ করবেন না। ওই ব্যক্তিরা যেকোনো সময় আপনাকে ঠকাতে পারেন। তাই, তাঁদেরকে বিশ্বাস না করে দূরত্ব বজায় রাখুন।
৪. অত্যধিক প্রশংসা করেন এমন ব্যক্তি: অনেকেই থাকেন যাঁরা নিজেদের কার্যসিদ্ধির জন্য অন্যের প্রশংসা করতে থাকেন এবং নিজের কাজ সেরে নেন। এমন ব্যক্তিরা আপনাকে আপনার ত্রুটির কথা না বলে অন্ধকারে রাখেন এবং মিথ্যে প্রশংসা করে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নিজেদের কাজ হাসিল করে নেন। তাই, এদের থেকে দূরে থাকুন।
আরও পড়ুন: দাম মাত্র ৪৭৪ টাকা! এখানেই মিলছে দেশের সবথেকে সস্তা গ্যাস সিলিন্ডার, জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী
৫. প্রতারক ব্যক্তি: মনে রাখবেন, যাঁরা অন্য কারোর সাথে প্রতারণা করছেন তাঁরা আপনার সাথেও একই কাজ করতে পারেন। এমনকি, সুযোগ পেলেই আপনাকে বিপদেও ফেলতে পারেন। তাই, এমন ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকা উচিত।
আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! এবার গ্যারান্টির সাথে মিলবে কনফার্ম টিকিট, জেনে নিন উপায়
৬. যাঁরা কথা গোপন রাখতে পারেন না: সেইসব ব্যক্তিদেরকে এড়িয়ে চলুন যাঁরা আপনার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ কিংবা গোপন তথ্য জেনে নিয়ে তা বাকিদেরকে বলে দেন। তাই, তাঁদেরকে গোপন কিছু জানালে আপনারই ক্ষতি হতে পারে। এমন ব্যক্তিদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন।