এই ৩ টি কথা কখনোই জানাবেন না কাউকে! নাহলে পড়বেন বিপদে, কি বলছে চাণক্য নীতি?

নেশন হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) জীবনের প্রতিটি বিষয়গুলিকে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। এছাড়াও, তিনি মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সঠিক পথপ্রদর্শনও করেছেন। সর্বোপরি, তিনি বিভিন্ন বিষয়ে সতর্কও করেছেন সবাইকে। শুধু তাই নয়, জীবনে চলার পথে কি কি করা উচিত সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। এমতাবস্থায়, চাণক্য জানিয়েছেন, এমন ৩ টি বিষয় রয়েছে যেগুলি কখনোই অন্য কাউকে জানানো উচিত নয়। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. আপনার ক্ষতির কথা কারোর সাথে ভাগ করবেন না: মনে করুন, ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা অন্য কোনো জায়গায় আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেক্ষেত্রে আপনার ক্ষতির বিষয়টি বেশি কাউকে জানাবেন না। নাহলে আপনার প্রতিপক্ষরা আপনাকে দুর্বল মনে করতে পারেন এবং আপনাকে আক্রমণ করতে পারেন। তাই, আচার্য চাণক্য এই বিষয়ে সতর্ক করেছেন।

আরও পড়ুন: রাজ্যের এই রুটে ছুটবে ট্রেন! প্রকল্পের জন্য শুরু জমির খোঁজ, BDO-দের চিঠি পাঠাল পূর্ব রেল

২. কাউকে পারিবারিক ঝগড়ার বিষয়টি জানাবেন না: আচার্য চাণক্যের মতে, যদি আপনার স্ত্রী বা আপনার বাড়ির কারোও সাথে ঝগড়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেটি অন্যের কাছে উল্লেখ করবেন না। কারণ এটা করলে সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। এছাড়াও, আপনার বিবাহিত জীবন অন্যদের কাছে সমালোচনার বিষয়ও হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ২৩ বছরের হাঁটুর বয়সী নাতিকে বিয়ে ৯১-র বৃদ্ধার! তারপরেই বড় টুইস্ট, চমকে দেবে এই “প্রেমের কাহিনি”

৩. প্রতারিত হওয়ার বিষয়টি জানাবেন না: আচার্য চাণক্যের মতে, আপনি যদি কারোর দ্বারা প্রতারিত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বিষয়টি অন্যের কাছে উল্লেখ করবেন না। কারণ, এইরকম করলে অন্যেরা আপনাকে দুর্বল মানসিকতার মনে করে ফের প্রতারণা করতে পারে।

Never tell these 3 words to anyone

বিশেষ দ্রষ্টব্য: এই প্ৰতিবেদনে দেওয়া তথ্য ধর্মীয় বিশ্বাস এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই, নেশন হান্ট এই বিষয়টির সত্যতার প্রমাণ দেয় না।