নেশন হান্ট ডেস্ক: সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য যেটি সবথেকে বেশি প্রয়োজন তা হল অর্থ (Money)। কারণ, আর্থিক দিক থেকে শক্তিশালী থাকলে মানসিক চিন্তা থেকে মুক্ত হওয়া যায়। এছাড়াও, যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় তা হল বর্তমান সময়ে টাকা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তাই, জীবনের সাধারণ চাহিদা পূরণের জন্য টাকা সত্যিই প্রয়োজনীয়। এমতাবস্থায়, দীপাবলির দিন আপনি সহজ কিছু উপায় মেনে চললে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, দীপাবলিতে গণপতির সাথে দেবী লক্ষ্মীর বিশেষ পুজোর প্রথা রয়েছে। তাই, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে আপনাকে বর্তমান প্রতিবেদনে দেওয়া কিছু টিপস অনুসরণ করতে হবে। তারপরে নিজেই অলৌকিক ফলাফল পেতে শুরু করবেন।
মা লক্ষ্মীকে খুশি করার উপায়:
১. দীপাবলির দিন অশোক গাছের শিকড়ের পুজো করতে হবে। তাহলে বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
২. দীপাবলির দিন পুজো করার পরে, শঙ্খ এবং ডমরু বাজালে বাড়ি থেকে দারিদ্র দূর হয় এবং দেবী লক্ষ্মীর আগমন বজায় থাকে।
৩. দীপাবলির দিন, বাজার থেকে একটি নতুন ঝাড়ু কিনুন এবং পুজোর আগে সেটি দিয়ে পুজোর জায়গাটি পরিষ্কার করুন এবং সেটিকে এমন জায়গায় রাখুন যাতে সেটি কেউ দেখতে না পায়। পরের দিন থেকে বাড়ি পরিষ্কারের কাজে ঝাঁটাটিকে ব্যবহার করুন। এতে দারিদ্র দূর হবে এবং দেবী লক্ষ্মীর আগমন অব্যাহত থাকবে।
৪. দীপাবলিতে, বাড়ির মূল প্রবেশদ্বারকে টাটকা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি, আপনার পরিবারের পূর্বপুরুষদের ছবিতে মালা দিন।
৫. দীপাবলির দিন পূর্বপুরুষদের স্মরণে ১১ জনকে খাদ্য দান করলে বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে। যদি এটা সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তত একজন দুস্থ ব্যক্তিকে পেট ভরে খাওয়ান।
৬. দীপাবলির দিন শ্রী হনুমানজির মন্দিরে লাল পতাকা অর্পণ করলে পরিবারে সমৃদ্ধির পাশাপাশি খ্যাতি ও সম্পদ বৃদ্ধি পায়।
আরও পড়ুন: দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট
(সতর্কীকরণ: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। নেশন হান্ট এটি নিশ্চিত করে না।)