দীপাবলির বিশেষ রাতে মেনে চলুন এই উপায়গুলি! পূরণ হবে সমস্ত ইচ্ছে, বাড়বে সম্পদও

নেশন হান্ট ডেস্ক: কার্তিক মাসের অমাবস্যার দিনে দীপাবলি (Diwali) এবং দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো সম্পন্ন হয়। এদিকে মা লক্ষ্মীর কৃপাতে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। এমন পরিস্থিতিতে দীপাবলির রাতে যদি দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সেক্ষেত্রে আপনার সবথেকে বড় ইচ্ছেও পূরণ হতে পারে এবং সম্পদের বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দীপাবলির বিশেষ দিনে জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের বিষয়ে জানানো হয়েছে। যেগুলি সঠিকভাবে অবলম্বন করলে দীপাবলির রাতেই ভাগ্য বদলে যেতে পারে। তাই, আজ রাতে এই কৌশলগুলি অবশ্যই অবলম্বন করুন। এর ফলে মা লক্ষ্মী আপনাকে ধন-সম্পদ সহ পৃথিবীর সমস্ত সুখ এবং সমৃদ্ধির মাধ্যমে ভরিয়ে দেবেন।

করতে হবে এই কাজ:
১. দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর পাশাপাশি দেবী কালিরও পুজো করা হয়। মা কালি প্রসন্ন হলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে।

২. দীপাবলির রাতে ভগবান গণেশকে দু’টি হলুদ নিবেদন করুন। এগুলি সারা রাত ভগবান গণেশের পায়ের কাছে রেখে দিন। এরপরে, সেগুলিকে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে পরের দিন এটি আপনার টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে দারিদ্র এবং সমস্ত অর্থনৈতিক সমস্যার অবসান ঘটাতে পারে।

Follow these tips on the special night of Diwali

৩. দীপাবলির রাতে পুজোর সময়ে দেবী লক্ষ্মীর সামনে একটি বড় ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই বাতিতে ২ টি কড়ি রাখুন। পরের দিন সকালে সেই কড়িগুলি বের করে লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে সম্পদ বৃদ্ধি পাবে।

৪. বাড়িতে কলহের পরিবেশ বজায় থাকলে দীপাবলির রাতে গঙ্গা জলে একটি রুপোর মুদ্রা রাখুন। তারপর পরের দিন ওই গঙ্গা জল সারা ঘরে ছিটিয়ে দিন। অবশিষ্ট জল গাছে ঢেলে দিয়ে রুপোর মুদ্রাটি আপনার মানিব্যাগে রাখুন। এর ফলে ধন-সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: দীপাবলির দিন এই ৬ টি উপায় মেনে চললেই প্রসন্ন হবেন মা লক্ষ্মী! কখনোই ঘটবে না অর্থের অভাব

৫. দীপাবলির রাতে, ৫ টি গোমতী চক্র নিন এবং সেগুলিতে চারদিক থেকে সিঁদুর লাগান। দীপাবলির পূজার পরে, হনুমানজিকে একে একে সমস্ত গোমতী চক্র অর্পণ করুন। পরের দিন ওই গোমতী চক্রগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে ঘরের এক কোণে লুকিয়ে রাখুন। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সরকার নিচ্ছে বড় পদক্ষেপ! মিলবে এই সুবিধা, জেনে নিন এখনই

৬. দীপাবলির রাতে একটি হাঁড়িতে ৭ ধরণের শস্য রাখুন। এছাড়াও এক চিমটি সিঁদুর এবং একটি মুদ্রা যোগ করুন। তারপর এই হাঁড়ির মুখে একটি লাল কাপড় বেঁধে রান্নাঘরে রাখুন। এর ফলে সারা বছর কর্মক্ষেত্রে অগ্রগতি হবে।

Follow these tips on the special night of Diwali

(সতর্কীকরণ: এই প্রতিবেদন সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। নেশন হান্ট এটি নিশ্চিত করে না।)