নেশনহান্ট ডেস্ক : রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারের পক্ষ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে। সরকার বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ শুরু করা হয়েছে গত ২ নভেম্বর থেকে।
আগামী ১০ তারিখ পর্যন্ত সরকারের এই কর্মসূচি চলবে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবছর দু লক্ষ জনকে এই টাকা দেওয়া হবে। পাঁচ বছরে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আবার কেউ এই প্রকল্পের জন্য আবেদন করলে পেতে পারেন পাঁচ লক্ষ টাকা। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না এই টাকা পাওয়ার জন্য।
আরোও পড়ুন : অবিশ্বাস্য অফার ওয়ান প্লাসের! বিরাট সস্তায় মিলছে এই স্মার্টফোনগুলো, আজই চেক করুন লেটেস্ট রেট
এই টাকার জন্য ১৮ বছর হলেই আবেদন করা যাবে।যে ভারতীয় নাগরিক গত ১০ বছর পশ্চিমবঙ্গে রয়েছেন তারা এই সুবিধা পাবেন। ১৮ থেকে ৫৫ বছর বয়সীরা আবেদনের যোগ্য। কর্মসাথী প্রকল্পে আবেদন করার পরও যাদের কাজ হয়নি তারা এখানে আবেদন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা মার্জিন দেওয়া হবে।
এছাড়াও সরকারের পক্ষ থেকে ‘ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ়’ বাকি ৮৫% এর গ্যারান্টি দেওয়া হচ্ছে। যারা আবেদনে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এসডিও অফিস, বিডিও অফিস বা জেলার শিল্পকেন্দ্রে। এছাড়াও অনলাইনে আবেদনের জন্য আপনাদের যেতে হবে https://bccs.wb.gov.in/ এই ওয়েবসাইটে।