নেশনহান্ট ডেস্ক : অনেকেই দেবী কালীকে খুব জাগ্রত হিসেবে বিবেচিত করেন। বহু মানুষ জীবনে নানান সমস্যার সমাধানের জন্য শরণাপন্ন হন মা কালীর। কিন্তু আপনারা জানেন কোন উপায় অবলম্বন করলে আপনারা দেবী কালীর আশীর্বাদ পাবেন? আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কালীপুজোয় কোন উপাচার মানলে মা কালীর আশীর্বাদ আপনার উপর ঝরে পড়বে।
উপোস রাখুন কালীপুজোর দিন। পুজো শেষ হওয়া না পর্যন্ত উপোস বজায় রাখুন। পুজো শেষে অঞ্জলি দেওয়ার পর খাদ্য গ্রহণ করবেন। সব সময় নিরামিষ খাবার খেয়ে উপোস ভাঙবেন। তবে চেষ্টা করবেন সর্বদা ফল খেয়ে উপোস ভাঙার। তবে পরের দিন আমিষ খাবার খেলে ক্ষতি হবে না। কোথাও বলি হলে গ্রহন করতে পারেন সেই প্রসাদ।
আরোও পড়ুন : ফ্রি ফ্রি ফ্রি! লাগবে না ভিসা; ব্যাংকক, পাটায়া ভ্রমণ এবার আরোও সস্তায়
অনেকেই বলেন জ্ঞান দান করলে তা বৃদ্ধি পায়। সম্পত্তিও অনেকটা তেমন। পুজোর দিনে দুস্থ ব্যক্তিদের কিনে দিন মোমবাতি বা ধূপকাঠি। দুস্থ ব্যক্তিদের ঘর আলোকিত হলে আপনার ভাগ্য ফিরতে পারে। মা কালীকে সর্বদা লাল ফল যেমন আপেল দিয়ে পুজো দিতে পারেন। লাল জবা, ধুপ মিষ্টি সব সহকারে মা কালীকে পুজো দিতে হবে। এছাড়াও খড়্গ অর্পণ করতে পারেন।
পুজোর আগে দেবীকে দিতে পারেন লাল চেলি, লাল জবা এবং সিঁদুর। পুজোর পর সেগুলি নিয়ে এসে রেখে দিন বাড়িতে। আলমারি বা সিন্দুকে ফুল রেখে দিলে শ্রী বৃদ্ধি ঘটবে। কোনও শুভ কাজে যাওয়ার আগে কপালে পুজোর সিঁদুর লাগিয়ে যান। এর ফলে সফলতা আসবে কাজে। এই নিয়মগুলি পালন করলে মা কালী বিশেষভাবে প্রসন্ন হবে না আপনার উপর।