নেশন হান্ট ডেস্ক: ভারতে (India) প্রথমসারির ধনকুবেরদের প্রসঙ্গ উঠে এলেই মুকেশ আম্বানি (Mukesh Ambani), গৌতম আদানির (Gautam Adani)-র মতো বিশ্ববিখ্যাত শিল্পপতিদের নাম সহজেই সামনে আসে। পাশাপাশি, তাঁদের বিলাসবহুল জীবনযাপন খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন এক ভারতীয় পরিবারের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁরা টক্কর দিতে পারেন এই শিল্পপতিদেরও। শুধু তাই নয়, তাঁদের কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থান অর্থাৎ প্রাইভেট রেসিডেন্সও।
মূলত, আজ আমরা আপনাদেরকে লক্ষ্মী বিলাস প্রাসাদ সম্পর্কে জানাবো। যেটি বরোদার গায়কোয়াড়দের মালিকানাধীন রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম প্রাইভেট রেসিডেন্স হিসেবে বিবেচিত হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, লক্ষ্মী বিলাস প্রাসাদ ব্যাকিংহাম প্যালেসের চেয়েও চার গুণ বড়। জানিয়ে রাখি যে, বরোদার গায়কোয়াড়রা একসময়ে ওই শহরের শাসক ছিলেন। যদিও, ভারত সরকার স্বাধীনতার পরে রাজতন্ত্রের ধারণাটি বাতিল করে দিয়েছিল। তবে, ভাদোদরার স্থানীয়রা এখনও ওই রাজপরিবারকে উচ্চ সম্মান প্রদর্শন করে। পূর্ববর্তী রাজপরিবার বর্তমানে এইচআরএইচ সমরজিৎ সিংহ গায়কোয়াড়ের নেতৃত্বে রয়েছেন। যিনি রাধিকারাজে গায়কোয়াড়কে বিবাহ করেছেন।
এদিকে, হাউজিং ডট কমের মতে, লক্ষ্মী বিলাস প্যালেস মোট ৩,০৪,৯২,৯০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। অন্যদিকে, বাকিংহাম প্যালেস বিস্তৃত রয়েছে কেবলমাত্র ৮,২৮,৮২১ বর্গফুট জুড়ে। যেখানে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার বিস্তৃতি হল ৪৮,৭৮০ বর্গফুট। উল্লেখ্য যে, লক্ষ্মী বিলাস প্রাসাদে ১৭০ টিরও বেশি কক্ষ রয়েছে।
আরও পড়ুন: ফের বাড়বে Jio-র প্ল্যানের খরচ? উৎসবের মরশুমেই গ্রাহকদেরকে বড় আপডেট দিল সংস্থা
এই বিলাসবহুল প্রাসাদটি ১৮৯০ সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড়কে তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল। সেই সময়ে, এই প্রাসাদটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১,৮০,০০০ GBP। লক্ষ্মী বিলাস প্রাসাদে একটি গল্ফ কোর্সও রয়েছে। এই প্রাসাদের দরবার হলটিতে ভেনিসের মোজাইকের মেঝে রয়েছে এবং দরবারের ঠিক বাইরে জলের ফোয়ারা সহ একটি বিস্তৃত বাগানও দেখা যায়। প্রাসাদটিতে পুরোনো অস্ত্রাগার এবং ভাস্কর্যের একটি আশ্চর্যজনক সংগ্রহও রয়েছে।
আরও পড়ুন: শেষ হচ্ছে না ছুটি! সরকারি কর্মীদের জন্য পুজোর পরেও রয়েছে লম্বা হলিডের লিস্ট, দেখুন তালিকা
এছাড়াও জানিয়ে রাখি যে, লক্ষ্মী বিলাস প্রাসাদে রয়েছে LVP Banquets and Conventions, Moti Bagh Palace এবং Maharaja Fateh Singh Museum Building। এই প্রাসাদে একাধিক বলিউড সিনেমার শুটিংও হয়েছে। যেগুলির মধ্যে প্রেম রোগ, দিল হি তো হ্যায়, সর্দার গব্বর সিং এবং গ্র্যান্ড মস্তির মতো সিনেমাগুলিও রয়েছে। উল্লেখ্য যে, Maharaja Fateh Singh Museum Building-এ রাজা রবি ভার্মার বেশ কিছু দুর্লভ চিত্রকর্ম রয়েছে। হাউজিং ডট কমের মতে, প্রাসাদের চত্বরের মধ্যে আছে মতিবাগ ক্রিকেট গ্রাউন্ডও। সেখানে রয়েছে একটি সুইমিং পুল, ক্লাব হাউস, জিমনেসিয়াম এবং গল্ফ কোর্স।