নেশনহান্ট ডেস্ক : এক শীতে রক্ষে নেই, বৃষ্টি হয়েছে দোসর। শীত ও বৃষ্টির মাঝে পড়ে নাস্তানাবুদ অবস্থা পশ্চিমবঙ্গবাসীর। তার সাথে রয়েছে কুয়াশার দাপট। বিগত বেশ কিছুদিন ধরে দেখা মিলছে না রোদের। শীতকালে এই স্যাঁতস্যাঁতে পরিবেশে অনেকেই বিরক্ত। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। আজ কি তাহলে বৃষ্টি নামতে চলেছে ফের একবার?
গতকাল অর্থাৎ শনিবার বৃষ্টিপাত হয়নি রাজ্যে। তবে ঠান্ডা হওয়ার দাপট চলেছে গোটা বাংলা জুড়ে। আজ রবিবার ছুটির দিন। আজ ও আগামীকাল আবহাওয়া সম্পর্কে কী অ্যালার্ট দিচ্ছে হাওয়া অফিস, সেই ব্যাপারে জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ফের একবার জাঁকিয়ে পড়বে শীত।
একই সাথে উত্তরবঙ্গেও দাপট বাড়াবে শীত ও বৃষ্টি। হাওয়া অফিসের পক্ষ থেকে প্রবল তুষারপাতের সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিংয়ে। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রির ঘরে।শহর কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েক দিন।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট আগামী তিন দিন জারি থাকবে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায় জারি করা হয়েছে ভারী কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের কিছু জেলার তাপমাত্রা আগামী কয়েক দিন ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে দেশের বহু রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে গত ২৪ ঘন্টায়।