নেশনহান্ট ডেস্ক : ফের একবার মিলে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নামল এক ধাক্কায় অনেকটা। শহরের শীত প্রেমীরা বিগত বেশ কিছুদিন ধরে অপেক্ষায় ছিলেন ঠান্ডার। তবে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তর কারণে বারবার দক্ষিণবঙ্গে বাধা প্রাপ্ত হচ্ছিল শীত।
পৌষ মাস পড়ে গেলেও শীতের দেখা মিলছিল না সেই ভাবে। এরপর সব বাঁধা কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এর সাথে রয়েছে কুয়াশার দাপট। সব মিলিয়ে শীত প্রেমীরা বেজায় খুশি। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের মানুষ বেশ হিমেল আবহাওয়ার স্পর্শ পাচ্ছেন। অনেকের মনে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বাংলায় পাকাপাকিভাবে শীত চলে এল?
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মৌসম ভবনের কথায়, শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়ে যাবে পৌষ সংক্রান্তির আগেই। রাজ্যে অবাধভাবে উত্তুরে হওয়া ঢুকতে শুরু করবে আগামী দু-তিন দিনের মধ্যে। আগামী কয়েক দিন পাল্লা দিয়ে উত্তুরে হওয়ার দাপট বাড়বে বঙ্গে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এই ধরনের কনকনে ঠান্ডা বজায় থাকবে আরো কিছু দিন। হাওয়া অফিস জানাচ্ছে আগামী দিনে আরো ৪ ডিগ্রি পর্যন্ত কম হতে পারে তাপমাত্রা। ৪ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে।
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এছাড়াও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।