নেশনহান্ট ডেস্ক : আজকাল টিআরপি-র উপর নির্ভর করে যে কোনও সিরিয়ালের ভাগ্য। একটু এদিক-ওদিক হলেই সিরিয়াল বন্ধের খাড়া শিওরে ঝুলবে! গত কয়েক সপ্তাহে টিআরপি-র হিসাবে অনেকটাই বদলেছে। দর্শকদের নজর কাড়তে স্টার জলসা আর জি বাংলা নতুন কোন সিরিয়াল আনলেও যে সবসময় দুর্দান্ত সাফল্য আসছে এমনটাও কিন্তু নয়।
কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘তুমি আশে পাশে থাকলে’। ভূত এবং কমেডির মেলবন্ধন নিয়ে গড়ে তোলা হয় এই সিরিয়ালের গল্প। পাশাপাশি, জি বাংলা চ্যানেলেও একটি নতুন ভুতের সিরিয়াল শুরু হয়েছে যেটির নাম ‘আলোর কোলে’। কিন্তু টিআরপি তালিকায় চোখ রাখলেই দেখা যাবে, দুটো সিরিয়ালই তেমন পাত্তা পাচ্ছে না।
স্লটের দিকে নজর রাখলে দেখা যাবে, জি বাংলায় রাত ৯ টার স্লটে ‘আলোর কোলে’ সিরিয়াল দেখানো হয়। এর বিপরীতে রয়েছে স্টার জলসার ‘জল থৈথৈ ভালোবাসা’। অন্যদিকে, রাত ৮ টার স্লটে স্টার জলসায় ‘তুমি আশে পাশে থাকলে’ সম্প্রচারিত হয়। অপরদিকে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’।
আরোও পড়ুন: কোন সীমান্ত রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে? পরীক্ষায় পড়ুয়া যা লিখল, দেখে ‘থ’ হয়ে যাবেন
ফলে, ‘জল থৈথৈ ভালোবাসা’ আর ‘নিম ফুলের মধু’র সঙ্গে টক্কর দিতে পারে না এই নয়া সিরিয়াল দুটি। আর এবার সমস্ত পরিস্থিতি দেখে এই দুটো সিরিয়ালই বন্ধের দাবি করেছেন এক দর্শক। কেউ কেউ আবার তার এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তিনি বলছেন যে এই দুটো সিরিয়াল শেষ করে দেওয়া উচিত। আর নাহলে রাতে অন্য কোন স্লটে পাঠিয়ে দেওয়া উচিত।
ওই দর্শকের মত অনুসারে, দুটো চ্যানেলেরই টিআরপি নষ্ট হচ্ছে। তার মতে স্টার জলসার প্রাইম টাইম দখল করে রয়েছে তুমি আশেপাশে থাকলে। অন্যদিকে জি বাংলার সেমী প্রাইম টাইম দখল রয়েছে আলোর কোলের জন্য। তবে সে যাই হোক টিআরপি তালিকায় উন্নতি করতে না পারলে সব শেষ। এক্ষেত্রে এই সিরিয়াল দুটির ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে।