নেশনহান্ট ডেস্ক : বাবা ছিলেন বলিউডের ডাকসাইটে অভিনেতা। দাদাও বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করে কুড়িয়েছিলেন প্রশংসা। তবুও ক্যারিয়ারের শুরুটা মোটেও ভালো ছিল না ববি দেওয়ালের। সেই অর্থে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে গণ্য করা হত না তাঁকে। একটা সময় বলিউডে কাজও পেতেন না ববি। তবে পেটের জ্বালা বড় জ্বালা।
কিছু করে তো সংসার নির্বাহ করতে হবে! কোনও উপায় না পেয়ে ববি দেওয়াল বেছে নেন নিজের আয়ের পথ। বিভিন্ন হোটেল থেকে রাত হলেই ডাক পেতেন তিনি। কিন্তু কোন এমন কাজ আছে যা ববি দেওয়াল পেটের দায় করতে বাধ্য হতেন? একটা সময় ছিল যখন মুম্বাইয়ের একাধিক হোটেলে ববি দেওয়ালের চাহিদা ছিল তুঙ্গে। রাত বাড়লেই খবর যেত তাঁর কাছে।
আরোও পড়ুন : দুয়ারে সরকারে দাঁড়াতেই মিলল সুরাহা! হাতে এল ২৫ হাজার, এই প্রকল্পে নজির রাজ্য সরকারের
ববির আগমনে জমে উঠত আসর। গান শুরু হলেই কাজ শুরু হত ববির। ধর্মেন্দ্রর পরিবারের কেউ কখনো চিন্তাও করতে পারেননি যে ববি দেওয়াল অভিনয় ছাড়া অন্য কিছু করতে পারেন। ববি দেওয়ালের ছিল গানের শখ। মুম্বাইয়ে অভিনয় জগতে যখন হাত পাকাতে পারছিলেন না ববি, তখন মায়া নগরীতে তিনি শুরু করেন এই কাজ। জীবনের সংঘর্ষে হাতিয়ার করেন গানকে।
আরোও পড়ুন : বড়দিনের আগেই উধাও হবে শীতের আমেজ! হঠাৎ করেই ‘ওয়েদার চেঞ্জে’র আপডেট হাওয়া অফিসের
অভিনয় পরবর্তী জীবনে ববি দেওয়াল শুরু করেন ডিজে কিংবা ডিস্ক জকির কাজ। বাবা বলিউডের মাচো ম্যান ধর্মেন্দ্র, সৎমা হেমা মালিনী বলিউডের অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী, কিন্তু সেই পরিবারের ছেলেই সংসার চালানোর জন্য করেছেন ডিজের কাজ। বলিউডের বিভিন্ন পার্টিতে বছরের পর বছর ধরে এই কাজ করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন ববি।
হোটেলের পাশাপাশি বলিউডের বিভিন্ন প্রাইভেট পার্টিতেও ডাক পড়ত ববি দেওয়ালের। ববি গানের সাথে গান অসাধারণভাবে মিক্সিং করতে পারতেন। সবাই ডিজে ববি দেওয়ালকে চাইতেন পার্টির জন্য। যদিও বেশ কিছু বছর পর ওটিটি প্লাটফর্মে পুনরায় আত্মপ্রকাশ ঘটে ববির। আশ্রম সিরিজের মাধ্যমে নিজের জাত চেনান অভিনেতা। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেল ছবিতে নতুন ভাবে আবিষ্কৃত হয়েছেন অভিনেতা ববি দেওয়াল।