নেশনহান্ট ডেস্ক : অবশেষে অবসান ঘটতে চলেছে অপেক্ষার। বহু চড়াই-উৎরাই পার করে আগামী মাসে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ২০১৯ সালে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। অবশেষে সেই কাজ শেষের পথে। সব ঠিকঠাক থাকলে নতুন বছরেই উদ্বোধন হতে চলেছে রাম মন্দির।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক তারকা। দেশ-বিদেশ থেকে আসবেন বিশিষ্ট ব্যক্তিরা। জানা যাচ্ছে তামিলনাড়ু থেকে রাম মন্দিরের জন্য আসবে বিরাট মাপের ঘন্টা।রাম মন্দিরের জন্য ঘন্টা তৈরি করা হচ্ছে তামিলনাড়ুর নমক্কল জেলাতে। রাম মন্দিরের জন্য ঘন্টা তৈরি করার বরাত পেয়েছে শ্রী অন্ডাল মোল্ডিং ওয়ার্কস।
আরোও পড়ুন : ‘দূরে গাছের তলায়…’মেয়েকে কলেজে ছাড়ার মুহূর্তে মনে হল গোপন সম্পর্কের অনুভূতি! এ কী বলে বসলেন মহারাজ?
বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অযোধ্যার রাম মন্দিরে লাগানো হবে মোট ১০৮টি ঘন্টা। এই ঘণ্টাগুলি আসবে তামিলনাড়ু থেকে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় মাস খানেক আগে এই অর্ডার দেওয়া হয় তাদের। সূত্রের খবর, ৫ টি ৭০ কেজি ওজনের ঘণ্টা, ৬০ কেজির ৬ টি ঘণ্টা, এবং একটি ২৫ কেজি ওজনের ঘন্টা তৈরি করা হচ্ছে রাম মন্দিরের জন্য।
মোট ১২ টি বড় এবং ৩৬ টি ছোট ঘণ্টা রাম মন্দিরের জন্য তৈরি করছে তামিলনাড়ুর এই সংস্থা। জানা যাচ্ছে ঘন্টাগুলির মোট ওজন ১২০০ কেজি। অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরি করা হবে মোট ১০৮টি ঘন্টা। ইতিমধ্যে রাম মন্দিরে তামিলনাড়ু থেকে এসে পৌঁছে গেছে আটচল্লিশটি ঘন্টা। সব মিলিয়ে চর্চা তুঙ্গে।