নেশনহান্ট ডেস্ক: বলিউড থেকে টলিউড সর্বত্রই বিয়ের মরশুম! অগ্রহায়ণ মাসেই টলিপাড়ায় একের পর এক উইকেট পড়েছে। মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রত থেকে শুরু করে টেলি নায়িকা শ্রীপর্ণাও গাঁটছড়া বেঁধে ফেলেছেন তাদের মনের মানুষের সঙ্গে। আরেক টলি সুন্দরী সন্দীপ্তাই বা বাদ থাকেন কেন? দিন কয়েক আগেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
পাত্র অবশ্য অভিনেতা নন, কিন্তু বিনোদন জগতে তাঁর অবাধ যাতায়াত। বলা বাহুল্য, হইচই প্ল্যাটফর্মের চিফ অপারেটর অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বাগদান পর্ব থেকে শুরু করে বিয়ের প্রত্যেকটা মুহূর্তেই যেন অভিনবত্বের ছোঁয়া রেখেছেন নায়িকা সন্দীপ্তা। ছক ভাঙা এই বিয়ের কিন্তু অনেকটাই অন্যরকম। সন্দীপ্তা সৌম্যর বিয়ে হয়েছে সম্পূর্ণ বৈদিক মতে।
আরোও পড়ুন : সারাদিনই থিকথিকে ভিড়, ভারতের এই স্টেশন খালি থাকে না কখনও! মেলে গোটা দেশে যাওয়ার ট্রেন
পৌরহিত্য করেন শহরের খ্যাতনামা মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তাঁদের বিয়ের রীতিতে এসব হয় না। সিঁদুর দান, কন্যাদান, কনকাঞ্জলি, এসব মেয়েদের জন্য অসম্মানজনক, বৈদিক মতে তেমনই বিশ্বাস। নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাসী সন্দীপ্তা বিয়ের দিন সর্বদাই হাসিমুখে পোজ দিলেও বিয়ের শেষলগ্নে নাকি নিজেকে ধরে রাখতে পারেননি৷
সংবাদমাধ্যমকে সন্দীপ্তার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের পরই নাকি কেঁদে ফেলেছেন নায়িকা৷ এমনকি তিনি নাকি বিয়ের দিন সকাল থেকেই চোখের জল ফেলছিলেন৷ আসলে ভালবাসার মানুষকে বিয়ে করার আনন্দের মধ্যেও বাপের বাড়ি ছাড়ার কষ্টটাও ভুলতে পারছিলেন না অভিনেত্রী৷ সাধারণত বিয়ের দিন কম-বেশি সকলেই বাড়ি ছাড়ার কষ্টে কান্নাকাটিও করে৷ তেমনটাই হয়তো সন্দীপ্তারও হয়েছে৷