নেশন হান্ট ডেস্ক: সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission, BPSC) ৬৭ তম কম্বাইন্ড কম্পেটিটিভ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফল প্রকাশের পরই সামনে আসছে এই পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের সংগ্রামের কাহিনি (Success Story)। তাঁদের মধ্যে অন্যতম হলেন অমিত কুমার। যিনি ওই পরীক্ষায় ৫১ তম স্থান অর্জন করে বিহারের SDM হয়েছেন।
SDM হওয়ার জন্য ছাড়েন ব্যাঙ্কের চাকরি: অমিত তাঁর লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর পরিশ্রম করেছেন। ২০০৭ সালে তিনি বিজয়া ব্যাঙ্কে চাকরি পান। তারপরে তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও চাকরি পেয়েছিলেন। যদিও, চাকরির মাঝেই তিনি BPSC পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। এই প্রসঙ্গে তিনি জানান যে, “সবাই বলে SBI-এর চাকরি সেরা। কিন্তু আমার লক্ষ্য ছিল SDM হওয়া। তাই সেই লক্ষ্য অর্জনের জন্য আমি ব্যাঙ্কের চাকরি ছেড়ে BPSC পরীক্ষার প্রস্তুতি নিতে থাকি।”
দ্বিতীয়বারের চেষ্টায় আসে সাফল্য: উল্লেখ্য যে, মুজাফরপুরের বাসিন্দা অমিত দ্বিতীয়বারের চেষ্টায় BPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ব্যাঙ্কের চাকরি ছাড়ার পর, তিনি BPSC-র ৬৪ তম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ৯৫ তম স্থান অর্জন করে প্রোবেশনারি অফিসার হন। তা সত্বেও তিনি এই পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখেন।
আরও পড়ুন: আর হবে না চিকিৎসার সমস্যা, এবার বাংলার মানুষের জন্য এই মানবিক পদক্ষেপ নিল সরকার! খুশি জনতা
দিনে কাজ, রাতে পড়াশোনা: এদিকে, একজন প্রোবেশনারি অফিসার হিসেবে এবং পরিবার ও সন্তান থাকার কারণে অমিতের দায়িত্ব বাড়তে থাকে। তবুও, তিনি তাঁর লক্ষ্য ত্যাগ করেননি এবং তিনি যা করতে চেয়েছিলেন তা অর্জন করেছিলেন। তিনি জানান, তাঁর SDM হওয়ার স্বপ্ন এত বড় ছিল যে তা অর্জনের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছিলেন। অমিত আরও জানান যে, তিনি দিনে কাজ করতেন এবং রাতে পড়াশোনা করতেন। তিনি এর জন্য তাঁর স্ত্রীকেও কৃতিত্ব দেন। যিনি তাঁর প্রস্তুতিকে পুরোপুরি সমর্থন করেছিলেন এবং পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন।
আরও পড়ুন: পরপর তিনটি মিসড কল, তারপরেই ফাঁকা অ্যাকাউন্ট! প্রতারকদের নয়া জালিয়াতিতে ঘুম উড়েছে সবার
এমতাবস্থায়, অমিত SDM হওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই খুশি। বর্তমানে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছ থেকে অভিনন্দনও পাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BPSC-র ৬৭ তম পরীক্ষায় মোট ৭৯৯ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। ওই পরীক্ষায় আমন আনন্দকে রাজ্যের টপার ঘোষণা করা হয়েছে ও দ্বিতীয় টপার হলেন নিকিতা কুমারী এবং তৃতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা চৌধুরী।