নেশনহান্ট ডেস্ক: কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত এখন প্রত্যেকটি খবরের কাগজের হেডলাইন্স ঘূর্ণিঝড় মিগজাউম। এই ঘূর্ণিঝড়ের ফলে বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে শীতের আগমন। পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে বিরাট প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত।
ঘূর্ণিঝড় মিগজাউম ল্যান্ডফল করার আগেই তার প্রভাব পড়তে শুরু করেছে একাধিক জায়গায়। এই ঘূর্ণিঝড় যে কোনও সময় তীব্র গতিবেগে ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের উপকূলে। ভারতীয় আবহাওয়া দফতর আইএমডির (India Meteorological Department) তরফে বিস্তারিত বলা হয়েছে।
আরোও পড়ুন: রান্নার আগে মুরগি ধুলে হতে পারে ভয়ানক বিপদ! চমকে দেওয়া তথ্য উঠে এল গবেষণায়
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূলে মিগজাউম ল্যান্ডফল করতে চলেছে ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি গতিবেগে। অন্যদিকে, চেন্নাইয়ে সোমবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা চলে গেছে জলের তলায়। আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করলে দুর্যোগ আরো বাড়তে পারে। বিশেষ সতর্কতা জারি হয়েছে।
আরোও পড়ুন : আবারও দুয়ারে সরকার শুরু! নতুন কি কি প্রকল্প থাকছে এবার? দেখে নিন নয়া কর্মসূচি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। তবে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে।
এছাড়াও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে কোনও জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।