নেশনহান্ট ডেস্ক : সকাল থেকে আজ আকাশ পরিস্কার থাকলেও কিছুটা কমেছে শীতের আমেজ। তাই একটু হলেও মন খারাপ বঙ্গবাসীর। মূলত এই শীতল আবহাওয়া চুরি করেছে একটি ঘূর্ণাবত। ঘূর্ণাবতের জেরেই ফের একবার পরিবর্তন ঘটেছে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দপ্তর অন্তত এমনটাই জানাচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সময় যতই এগোচ্ছে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের আশঙ্কা ততই প্রবল হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।
আরোও পড়ুন : ‘বউ চোর’, পিয়ার সাথে সাতপাকে বাঁধা পড়তেই ব্যাপক ট্রোলিং পরমকে, টার্গেট হলেন অনুপমও
তারপর আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে পারে ডিসেম্বরের প্রথম দিকে। আবহাওয়া দপ্তর বলছে এই নিম্নচাপের ফলে বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন এই কদিনের তাপমাত্রা কেমন থাকবে দক্ষিণবঙ্গে? ফের তাহলে কি রয়েছে বৃষ্টির ভ্রুকুটি?
আরোও পড়ুন : কপাল চাপড়াচ্ছেন পাহাড়প্রেমীরা! দার্জিলিং গেলেই এবার বাড়তি খরচ, রোজ দিতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা
তবে আজ ও কালকের আবহাওয়া নিয়ে চমকে দেওয়া তথ্য দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে, বাংলায় আগামী কিছুদিন থাকবে না শীতের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী কয়েক দিনে। কলকাতার তাপমাত্রা এতদিন ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে যা এখন বৃদ্ধি পেয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। এছাড়াও পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ফলে, উত্তরবঙ্গে বেশ ভালোই ঠান্ডা থাকবে।