নেশনহান্ট ডেস্ক : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইতিমধ্যেই মিলে গেছে। সকাল বেলা ও সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোলেই অনুভূত হচ্ছে ঠান্ডা। আজ ভোর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের আজ ঠান্ডা শীতল আবহাওয়ায় ঘুম ভেঙেছে।
এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি আজ থেকেই রাজ্যে পাকাপাকিভাবে শীতের প্রবেশ ঘটে গেল? এই বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর? বর্তমানে গোটা দেশেই আবহাওয়া চরম খামখেয়ালী। কোথাও যখন জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে, সেখানে কিছু জায়গায় আবার দাপট দেখাচ্ছে বৃষ্টি।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর রেলের! শিয়ালদার ৩টি লেডিস স্পেশালে আসছে AC কোচ; দেখুন ভাড়া, শুরুর দিনক্ষণ
দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য, যেমন কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মানুষ বৃষ্টিতে নাজেহাল। অন্যদিকে আবার বাংলায় এখনো জমিয়ে শীত পড়েনি। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, বাংলা জুড়ে বজায় থাকবেন হেমন্তের শীতল আমেজ। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
আরোও পড়ুন : পিক পরিস্কার করতেই কালঘাম ছুটছে রেলের, হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ! এবার ট্রেনে বন্ধ হচ্ছে গুটখাও
এক কথায় আবহাওয়া কয়েক দিন শুষ্ক থাকবে বলাই যায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি। তবে জানা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৫ ডিগ্রী সেলসিয়াস এর নিচে নেমে গেছে পুরুলিয়ার তাপমাত্রা।
১৬ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি পারদ ঘোরাফেরা করছে বাঁকুড়াতে। একদিকে সারা ভারত যখন অপেক্ষায় রয়েছে ঠান্ডার, অন্যদিকে আগামী কয়েক দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে। হাওয়া অফিসের পক্ষ থেকে এই রাজ্যগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।