নেশন হান্ট ডেস্ক: বাংলার (West Bengal) মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও তাঁর বিভিন্ন কর্মকাণ্ড বা উক্তি আবার কখনও বা তাঁর পরিবারের সদস্যদের প্রসঙ্গও উঠে আসে খবরের শিরোনামে। এক কথায় সৌরভ এবং তাঁর পরিবারের সদস্যরাও সমান জনপ্রিয়। পাশাপাশি, তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায়কেও চেনেন সকলেই। মহারাজের একমাত্র কন্যা সানা ছোট থেকেই রাজ্যের মানুষের ভালোবাসা পেয়ে আসছেন।
তবে, সম্প্রতি সানা প্রবেশ করেছেন চাকরি জীবনে। এমতাবস্থায়, চাকরির পর সানা তাঁর বাবাকে কি উপহার দিলেন এবার এই বিষয়টিই আকৃষ্ট করেছে সবাইকে। পাশাপাশি, এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন স্বয়ং মহারাজ। সম্প্রতি দাদাগিরিতে খেলতে এসেছিলেন বাংলা ধারাবাহিক “কার কাছে কই মনের কথা”-র টিম। আর সেখানেই পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্য অনুষ্ঠানের সঞ্চালক সৌরভের কাছে জানতে চান সানা চাকরি পেয়ে তাঁকে কী উপহার দিয়েছিলেন?
শ্রীতমার এই প্রশ্নের জবাব দেন সৌরভ। তিনি বলেন, “সানা এই মাসেই প্রথম মাইনে পেল। আমাকে ফোনে বলছে বাবা তোমাকে এটা পাঠাব। আমি তখন বললাম সে তো ঠিক আছে, দাম কত? জবাবে ও এমন একটা দাম বলল তখন আমি বললাম আমার লাগবে না। পাশাপাশি, এটাও বলি যে প্রথম রোজগার তুমি তোমার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো।”
আরও পড়ুন: উত্তরবঙ্গকেও দেবে টেক্কা! কলকাতার কিছু দূরেই পেয়ে যান পাহাড়-ঝর্ণা-জঙ্গল, স্বল্প খরচে কাটান ছুটি
সৌরভ আরও জানান, “ভেবেছে হয়তো বাবাকে উপহার দিতে গেলে দামি দামি গিফট দিতে হয়। নয়তো বাবা খুশি হয় না। কিন্তু আমি ওকে বললাম, আমাকে সামান্য উপহার দিলে তাতেই আমি খুশি।” প্রসঙ্গত উল্লেখ্য যে, সৌরভ এখন ব্যস্ত রয়েছেন দাদাগিরির শ্যুটে। সেই কারণে তিনি চলতি মাসে সানার জন্মদিনে লন্ডনে মেয়ের কাছে যেতে পারেননি। এদিকে, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ছাত্রী সানা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে লন্ডনে রয়েছেন।
আরও পড়ুন: Jio-Airtel-এর দিন এবার শেষ! সবথেকে সস্তায় প্ল্যান এনে বাজিমাত BSNL-এর
গত সেপ্টেম্বর মাসে কনভোকেশন উপলক্ষ্যে লন্ডনে গিয়েছিলেন সৌরভ এবং ডোনা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। এদিকে, কয়েকদিন আগেই মেয়ে কোথায় চাকরি করছে এই প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছিলেন, “ও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করছে। সানাকে চাকরি করতে দেখে আমার অবাকই লাগে। যদিও এরপর সানা মাস্টার্স করবে।” উল্লেখ্য যে, সানা বর্তমানে কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে চাকরি করছেন বলে জানা গিয়েছে। ওই সংস্থাটি বর্তমানে ইন্টার্নদের ভারতীয় মুদ্রায় মাসে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন দিয়ে থাকে।