নেশন হান্ট ডেস্ক: বর্তমানে আমাদের দেশের অন্যতম গণপরিবহণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই নিজেদের গন্তব্যে পৌঁছে যান খুব সহজেই। পাশাপাশি, দূরের কোনো সফরের ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। অনেকেই আবার ট্রেনের AC কোচেও সফর করতে বেশি পছন্দ করেন। তবে, ট্রেনে সফর করার সময় যাত্রীদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়।
অনেক সময় দেখা যায় যে, ট্রেনের AC কোচে থাকা কম্বল বা চাদর কিছু যাত্রী সফরের পর নিজেদের সাথেই নিয়ে চলে যান। যেটি সম্পূর্ণ অবৈধ। ওই জিনিসগুলি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে রেলের তরফে সরবরাহ করা হলেও কিছু যাত্রী রীতিমতো এগুলিকে চুরি করে ফেলেন। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কোচের দায়িত্বে থাকা কেয়ারটেকারের বেতন থেকেই কিছুটা অর্থ কেটে নেয় রেল।
তবে, যে সমস্ত যাত্রী নিজেদের সাথেই রেলের জিনিসপত্র নিয়ে চলে যান তাঁরা ধরা পড়লে রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থাও। মূলত এক্ষেত্রে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে রেল। এই বিষয়ে আইনও রয়েছে। যার অধীনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরও পড়ুন: বিমানেও কী হর্ন আছে? কোন পরিস্থিতিতে বাজান পাইলট! উত্তর জেনে অবাক হয়ে যাবেন
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেলওয়ে প্রোপার্টি অ্যাক্ট ১৯৬৬ অনুযায়ী, কেউ ট্রেনের জিনিসপত্র চুরি করলে সেটি আইনত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, এই অপরাধের জন্য দোষীর এক বছরের কারাদণ্ড হতে পারে। এমনকি দিতে হতে পারে জরিমানাও। তবে, বিষয়টি এখানেই শেষ নয়।
আরও পড়ুন: এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন “থ”
কেউ যদি দ্বিতীয়বার ফের এই কাজ করতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে ২ বছরের জেল ও দু’হাজার টাকার জরিমানা হতে পারে। এমনকি, কোনো ব্যক্তি বারবার এই কাজ করলে তাঁর জরিমানা সহ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এক্ষেত্রে আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি, রেলের বিভিন্ন জোনের তরফে এই প্রসঙ্গে রিপোর্ট জারি করা হয়।