নেশনহান্ট ডেস্ক : জিও ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গেল দেশের ১১৫ টি শহরে। জিও এয়ার ফাইবার সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসে। তারপর গত দুমাসে এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গেছে দেশের একাধিক শহরে। কর্তৃপক্ষের দাবি, জিও এয়ার ফাইবার ব্যবহার করে 1.5Gbps পর্যন্ত স্পিডে ব্যবহার করা যাবে ইন্টারনেট।
বাড়ির পাশাপাশি আপনারা এই ডিভাইস নিয়ে যেতে পারবেন অফিসেও। জিও এয়ার ফাইবার ভারতে লঞ্চ হয় গত ১৯ সেপ্টেম্বর। প্রথমে দেশের আটটি শহরে এর পরিষেবা পাওয়া যাচ্ছিল। বর্তমানে জিও এয়ার ফাইবার পরিষেবা দিচ্ছে গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের ১১৫ টি জায়গায়।
আরোও পড়ুন : ভাইফোঁটায় তুমুল দুর্যোগের আশঙ্কা! এই ৫ জেলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের
তিরুপতি, বিশাখাপত্তণম, পুনে, নাগপুর, মুম্বই, কলকাতা, নাসিকের মতো শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই পরিষেবা পাচ্ছেন। জিও কর্তৃপক্ষ বলছে ২০২৩ শেষ হওয়ার আগেই দেশের আরও শহরে পরিষেবা বিস্তৃতি লাভ করবে। আপনিও যদি ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনে প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন।
আরোও পড়ুন : একের পর এক ছুটি! শেষ হচ্ছে না ভাইফোঁটার পরেও, দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের লম্বা হলিডে লিস্ট
এয়ার ফাইবার এবং এয়ার ফাইবার ম্যাক্স, এই দুটি প্ল্যান রয়েছে কোম্পানির। তবে প্রথমে 1000 টাকা ইনস্টলেশন চার্জ বাবদ আপনাকে কোম্পানিকে দিতে হবে। কিন্তু যদি আপনি বারো মাসের প্ল্যান সিলেক্ট করেন তাহলে সেই চার্জ মুকুব হয়ে যাবে। জিও এয়ার ফাইবার প্ল্যান- মাসিক 599 টাকা, 899 টাকা এবং 1199 টাকার ৩টি প্ল্যান রয়েছে।
100Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। এর সাথে থাকবে 550টি ডিজিটাল চ্যানেল এবং 14টি ওটিটি অ্যাপ ব্যবহারের সুযোগ। Netflix, Amazon Prime এবং JioCinema Premium সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে 1199 টাকার প্ল্যানের সাথে। জিও এয়ার ফাইবার ম্যাক্স- মাসিক 1499 টাকা, 2499 টাকা এবং 3999 টাকার ৩টি প্ল্যান রয়েছে এতে।
এতে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ 1Gbps স্পিডের ইন্টারনেট। 550টি ডিজিটাল চ্যানেল এবং 14টি ওটিটি পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। MyJio অ্যাপ, জিও কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনারা জিও এয়ার ফাইবার নিতে পারেন। এই সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ফোন করতে পারেন 60008-60008 নম্বরে।