নেশনহান্ট ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে বিগত কয়েক বছরে। বর্তমানে দাদাগিরির দশম সিজন চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি এই অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁর উজ্জ্বল সঞ্চালনায় অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পেয়েছে।
তবে এবার প্রতারণার অভিযোগ উঠল এই অনুষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু কে বা কারা এই ধরনের গুরুতর অভিযোগ তুলল দাদাগিরির বিরুদ্ধে? দাদাগিরি অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয় ২০০৯ সালে। এই অনুষ্ঠানের মাধ্যমে সঞ্চালনার কাজে হাতেখড়ি করেন সৌরভ। এরপর নটির মধ্যে আটটি সিজনে এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন তিনি।
আরোও পড়ুন : এই কালিপুজোয় লাগে না পুরোহিত! অবাক হচ্ছেন? ক্ষীরপাইয়ের মা’কে দেখতে ভিড় জমান ভক্তরা…
তিন নম্বর সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলার আরও এক দাদা মিঠুন চক্রবর্তী। কিন্তু এই বদল দর্শকরা মেনে নিতে পারেননি। চূড়ান্ত রকম ব্যর্থ হয় সিজন ৩। তাই পরবর্তী সিজন থেকে ফিরিয়ে আনা হয় সৌরভকে। তবে এই আবহে দাদাগিরির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন গত সিজনের চ্যাম্পিয়ন বীরভূমের প্রত্যন্ত গ্রামের যুবক মঈনুদ্দিন।
আরোও পড়ুন : ভিড় সামলানোই আসল লক্ষ্য! এবার কালীপুজোতেও চলবে বাড়তি মেট্রো; দেখুন, কখন ‘লাস্ট টাইমিং’
এই জয়ের পর ভাগ্য বদল হয়ে যায় শারীরিক প্রতিবন্ধী মঈনুদ্দিনের। গাড়ি ও নগদ টাকার পাশাপাশি সবার সামনে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন রাসগার্ডের পক্ষ থেকে ফ্ল্যাটের প্রতীকী চাবি তুলে দেন মঈনুদ্দিনের হাতে। তবে দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও মঈনুদ্দিনের কপালে জোটেনি সেই ফ্ল্যাট। সম্প্রতি তিনি এই অভিযোগ জানিয়েছেন বাংলা পক্ষের কাছে।
বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় মঈনুদ্দিনকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেছেন। অভিযোগ ক্যাপ্টেন টিএমটি ফ্ল্যাটের বদলে ১৫ লক্ষ টাকার নগদ দিতে চেয়েছিল মঈনুদ্দিনকে। কিন্তু মঈনুদ্দিন টাকা নিতে চাননি। এরপর সংস্থার পক্ষ থেকে জানতে চাওয়া হয় তিনি কোন জেলায় ফ্যাট নিতে চান। মঈনুদ্দিন বলেন তিনি কলকাতা অথবা দুর্গাপুরে ফ্যাট চান।
এরপর সংস্থা তাঁকে উত্তর চব্বিশ পরগণার কেষ্টপুরে একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলার পর জানায় ট্যাক্স কাটার পর যা টাকা লাগবে সেটি মেটাতে হবে মঈনুদ্দিনকে। গর্গ চট্টোপাধ্যায় সম্প্রতি বলেছেন এই ফেসবুক লাইভ করার পর সংস্থার পক্ষ থেকে ফের যোগাযোগ করা হয়েছে মঈনুদ্দিনের সাথে। এখন দেখার মঈনুদ্দিন কবে তাঁর পুরস্কারে ফ্ল্যাট হাতে পান।