নেশন হান্ট ডেস্ক: দীপাবলির (Diwali) আগেই এবার একটি বড় খবর সামনে এসেছে। মূলত, PF (Provident Fund) অ্যাকাউন্টধারীরা দুর্দান্ত উপহার পেয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organisation, EPFO) কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করেছে।
এমতাবস্থায়, ২০২২-২৩ অর্থবর্ষের জন্য, EPFO গ্রাহকরা PF অ্যাকাউন্টের বিনিয়োগে ৮.১৫ শতাংশ সুদের হার পেতে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছু অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদ দেওয়া হয়েছে। তবে EPFO বলেছে যে, সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে সুদের পরিমাণ জমা হতে সময় লাগতে পারে।
EPFO এক্স মাধ্যমে জানিয়েছে যে, এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেটি অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে। সুদ যেভাবে জমা হবে ঠিক সেইভাবেই সুদ প্রদান করা হবে। এতে কোনো অংশ কেটে নেওয়া হবে না। পাশাপাশি, সবাইকে ধৈর্য বজায় রাখার আবেদনও জানানো হয়েছে।
আরও পড়ুন: গোবর থেকে বানাচ্ছেন সিমেন্ট, ইট, রং! বছরে আয় ৬০ লক্ষ টাকা, ব্যবসার নয়া দিশা দেখাচ্ছেন শিবদর্শন
এদিকে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন যে, ইতিমধ্যেই ২৪-কোটিরও বেশি অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে। উল্লেখ্য যে, প্রতিবছর অর্থ মন্ত্রকের সাথে পরামর্শ করে EPFO -র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) দ্বারা PF-এর সুদের হার নির্ধারণ করা হয়। এই বছর, EPFO গত জুন মাসে EPF-এর সুদের হার বাড়ানোর ঘোষণা করেছিল।
আরও পড়ুন: সঙ্কটের মধ্যেই “অদ্ভুত সমস্যা”-র সম্মুখীন কাঙাল পাকিস্তান! চরম বিপাকে দেশবাসী, জানলে হবেন অবাক
এমতাবস্থায়, একবার সুদ জমা হয়ে গেলে, এটি অ্যাকাউন্টে দৃশ্যমান হবে। যেকোনো ব্যক্তি টেক্সট মেসেজ, মিসড কল, উমং অ্যাপ এবং EPFO-র ওয়েবসাইটের মতো বিভিন্ন মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন।