নেশনহান্ট ডেস্ক : কালীপুজো ও দীপাবলি আসন্ন। গোটা দেশ তৈরি আলোর উৎসবে মেতে উঠতে। দুর্গাপুজোয় দুদিন বৃষ্টি হয়েছে। এরফলে কিছুটা হলেও শারদ উৎসবে মাটি হয়েছে বাঙালির আনন্দ। কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা আদৌ আছে কিনা সেই নিয়ে জানতে উদগ্রীব প্রত্যেকে। যতই সময় যাচ্ছে ততই মুড বদল হচ্ছে আবহাওয়ার।
কালীপুজোর আগেই গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষ শীতের অনুভূতি পাচ্ছেন। অধিকাংশ বাড়িতেই রাতে ফ্যান, এসি বন্ধ থাকছে। অনেকে আবার ইতিমধ্যেই নামিয়ে ফেলেছেন মোটা চাদর, লেপ, কম্বল। গত কয়েক দিন কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ ওঠানামা করবে।
আরোও পড়ুন : হু হু করে নামবে ইলেকট্রিক বিল! শুধু বদলে ফেলুন এই ছোট্ট ২ জিনিস, ব্যস কেল্লাফতে
আগামী পাঁচ থেকে ছয় দিন বাংলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ২০-২২ ডিগ্রি ও ১৭-১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
জানা গেছে এই সময় একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব মধ্য আরব সাগরে। এই এলাকাতেই শক্তি ক্ষয় করবে নিম্নচাপটি। চিন্তা করার কোনো কারণ নেই এই নিম্নচাপের জন্য। এর প্রভাব বাংলায় পড়বে না। কোমোরিন ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।