নেশন হান্ট ডেস্ক: প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচাতে সরকার এখন সোনার গয়নায় হলমার্কিং (Hallmarking) বাধ্যতামূলক করেছে। কিন্তু, এখনও অনেকে ভুয়ো হলমার্কিং লাগিয়ে ভেজাল সোনার গয়না বিক্রি করছে। এমনকি, এই বিষয়ে হলমার্কিং ফেডারেশন অফ ইন্ডিয়া (HFI) স্বীকারও করেছে যে, কিছুজন সোনার গয়নায় জাল হলমার্কিং করছে। এমন পরিস্থিতিতে,আপনিও যদি ধনতেরাসে গয়না কেনেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে হলমার্ককে বিশ্বাস করবেন না। বরং, হলমার্কটি আসল না নকল সেটি পরীক্ষা করে নিন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হলমার্কিং হল সোনার বিশুদ্ধতার গ্যারান্টি। পাশাপাশি, হলমার্ক হল একটি চিহ্ন যা প্রতিটি গয়নার ওপর স্থাপন করা হয়। এতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের (বিআইএস) লোগো থাকে। যেটিতে শুদ্ধতার বিষয়ে জানানো হয়। এর পাশাপাশি হলমার্কিংয়ে টেস্টিং সেন্টার সহ আরও বিভিন্ন তথ্যও পাওয়া যায়। একটি গয়নায় সোনার পরিমাণ পরিবর্তিত হয়। যা তার বিশুদ্ধতা অর্থাৎ ক্যারেটের ভিত্তিতে নির্ধারণ করা হয়। অনেক সময় জুয়েলার্সগুলি কম ক্যারেটের গয়নার জন্য উচ্চ ক্যারেটের দাম নেয়। আর এটি দূর করতেই হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে।
যার ফলে ক্রেতারা হলমার্কিং সাইন দেখেই কেনাকাটা করেন। তবে, কেনার সময় গয়নার চিহ্নটি আসল নাকি নকল তা ক্রেতাদের পক্ষে শনাক্ত করা সম্ভব হয় না। এর সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। যারা নকল হলমার্কিং গয়না বিক্রি করে। পাশাপাশি, বিক্রির সময় প্রায়ই জাল হলমার্কিং প্রকাশ করা হয়।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য ভারত! এই পরিসংখ্যানে চিনকে টেক্কা দিল দেশ, জানলে গর্বে ভরে উঠবে বুক
হলমার্কিং: প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকার গত বছরের ১ জুলাই থেকে সোনার গয়নায় হলমার্কিং চিহ্ন পরিবর্তন করে। সেখানে চিহ্নের সংখ্যা কমিয়ে তিনটি করা হয়। এর মধ্যে প্রথম চিহ্নটি হল BIS হলমার্কের। এটি একটি ত্রিভুজাকার চিহ্ন। দ্বিতীয় চিহ্নটি শুদ্ধতার বিষয়টি জানায়। অর্থাৎ, কত ক্যারেট সোনা দিয়ে গয়নাটি তৈরি করা হয়েছে তা বোঝায়। তৃতীয় চিহ্নটি হল একটি ছয় সংখ্যার আলফানিউমেরিক কোড। যার নাম HUID নম্বর। HUID মানে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। এই ছয় সংখ্যার কোডে অক্ষর এবং সংখ্যা রয়েছে। হলমার্কিংয়ের সময়, প্রতিটি গয়নাকে একটি HUID নম্বর বরাদ্দ করা হয়। এই সংখ্যাটি ইউনিক হয়। এর মানে হল, যেকোনো দু’টি গয়নার একই HUID নম্বর থাকতে পারে না।
আরও পড়ুন: স্পেশাল গিফট! নীতা আম্বানিকে দেশের সবচেয়ে দামি SUV উপহার দিলেন মুকেশ, দাম জানলে চমকে উঠবেন
এইভাবে চিনে নিন আসল আর নকল: আপনি খুব সহজেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা তৈরি BIS কেয়ার অ্যাপ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হলমার্ক করা গয়না পরীক্ষা করতে পারেন। BIS কেয়ার অ্যাপটি ডাউনলোড করার পরে, আপনাকে সেখানে আপনার নাম, ফোন নম্বর এবং ইমেল আইডি লিখতে হবে। তারপর, আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি OTP-র মাধ্যমে যাচাই করতে হবে। যাচাই করার পরই এই অ্যাপটি ব্যবহার করা যাবে। এতে, ভেরিফাই HUID বিভাগে গিয়ে আপনার গয়নার HUID নম্বর প্রবেশ করালে, আপনি গয়নার গুণমান এবং তৈরি সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।