নেশন হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে সমগ্র দেশজুড়ে (India) বিপুল সংখ্যক মানুষ সোনা-রুপোর কেনাকাটা করেন। বিশেষ করে ধনতেরাস (Dhanteras) এবং দীপাবলির (Diwali) মতো বিশেষ অনুষ্ঠানে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য জুয়েলার্সগুলিও বিভিন্ন ধরণের অফার উপলব্ধ করে। এমতাবস্থায়, আপনিও যদি এই সময়ে সোনা কেনার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বড় সুখবর রয়েছে।
সস্তা হয়েছে সোনা: ফিউচার মার্কেটে, সোনা এবং রুপো উভয়ই বুধবার লাল চিহ্নে লেনদেন করছে। আজ সোনা ৬০,৩৯৬ টাকার স্তরে খোলে। এরপরে, এর দাম কমেছে এবং এখন এটি গতকালের তুলনায় ১২ টাকা অর্থাৎ ০.০২ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৬০,৩৩৫ টাকার স্তরে রয়েছে। উল্লেখ্য যে, গতকাল সোনার দর ৬০,৩৪৭ টাকার স্তরে বন্ধ হয়েছে।
দাম কমেছে রুপোর: সোনার পাশাপাশি আজ রুপোর দামেও পতন লক্ষ্য করা যাচ্ছে। ফিউচার মার্কেটে, রুপো গতকালের তুলনায় ২১৪ টাকা বা ০.৩০ শতাংশ কমেছে এবং প্রতি কেজিতে ৭০,৪২০ টাকায় রয়েছে। প্রাথমিক পর্যায়ে, রুপো ৭০,৭২৯ টাকার স্তরে খুলেছিল। এদিকে, গত মঙ্গলবার রুপো প্রতি কেজিতে ৭০,৬৩৪ টাকা স্তরে বন্ধ হয়েছে।
আরও পড়ুন: সূর্যের কাছাকাছি গিয়েই কাজে লেগে পড়ল আদিত্য L-1! পাঠাল বড়সড় তথ্য, জানলে চমকে উঠবেন
কোন শহরে কত দাম: উল্লেখ্য যে, বুধবার মুম্বাইতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৬১,২০০ টাকায়। এদিকে, রুপোর দাম হল প্রতি কিলোগ্রামে ৭৩,৫০০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামের নিরিখে ৬১,৩৫০ টাকায়। পাশাপাশি, রুপো প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭৩,৫০০ টাকায়। নয়াদিল্লিতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৬১,৭৫০ টাকায়। এদিকে, প্রতি কেজি রুপোর দাম ৭৩,৫০০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৬১,৭৫০ টাকায়। পাশাপাশি, রুপোর দাম হল প্রতি কিলোগ্রামে ৭৬,৫০০ টাকা।
আরও পড়ুন: আরও সস্তা হয়ে যাবে LPG সিলিন্ডার! এই প্রথমবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার
আন্তর্জাতিক বাজারেও সোনা-রুপোর দাম কিছুটা কমেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম কিছুটা কমেছে। মেটাল রিপোর্ট অনুযায়ী, সোনা গতকালের তুলনায় ০.০৪ শতাংশ সস্তা হয়ে ১,৯৬৮ ডলার প্রতি আউন্সে রয়েছে। পাশাপাশি, রুপো ০.৫৭ শতাংশ সস্তা হয়ে ২২.৪৯ প্রতি আউন্সে রয়েছে।