নেশনহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ড বাংলা জুড়ে জোর সাড়া ফেলে দিয়েছিল। এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শাসক ঘনিষ্ঠ। দুর্নীতির অভিযোগে বর্তমানে জেল বন্দি রয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা (Trinamool Congress) কুন্তল ঘোষ।
ধৃত কুন্তল চিনার পার্কের যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটে আজ সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। জানা গেছে কুন্তলের চিনার পার্কের আবাসনে আজ সকালে ইডির একটি টিম গিয়ে পৌঁছায়। সেখানে আবাসিকদের সাথে তদন্তকারীরা কথাও বলেন। এরপর তারা পৌঁছে যান কুন্তলের ফ্ল্যাটে।
আরোও পড়ুন: তিন দশক পর বিরল যোগ! এবার ধনতেরাসে সোনা কিনলেই দুহাতে আসবে টাকা, বাড়বে ব্যবসা
সেই ফ্ল্যাটে যদিও বর্তমানে অন্য একটি পরিবার রয়েছে। সেই পরিবারের লোকেদের সাথে গোয়েন্দা সংস্থার কর্তারা কিছুক্ষণ কথা বলেন। এরপর তারা বেরিয়ে যান সেখান থেকে। গোয়েন্দার আজ কেন এই ফ্ল্যাটে হানা দিয়েছিলেন সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর এই আবাসনে ফ্ল্যাট রয়েছে এনামুল হকেরও। গরু পাচার মামলায় মূল অভিযুক্ত হল এনামুল।
তবে কোন ঘটনার তদন্তে অফিসারেরা আজ এই আবাসনে হানা দেন তা এখনো স্পষ্ট নয়। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে গত জানুয়ারি মাসে ইডি গ্রেফতার করে কুন্তল ঘোষকে। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। এই আবহে ফের একবার চিনার পার্কের আবাসনে ইডির অভিযান ঘিরে শোরগোল শুরু হয়েছে।