নেশনহান্ট ডেস্ক : বাংলার আবহাওয়ার মুড বদল হতে সময় নিচ্ছে না। একবার তাপমাত্রার পারদ কমছে, আবার বেড়ে যাচ্ছে। শীত যেন লুকোচুরি খেলছে বঙ্গবাসীর সাথে। ডিসেম্বর মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গ থেকে রীতিমতো উধাও হয়ে গিয়েছিল শীত, নতুন বছরের শুরুতেও বজায় ছিল অস্বস্তিকর আবহাওয়া।
তবে গতকাল থেকে কিছুটা হলেও ঠান্ডার অনুভূতি পাচ্ছেন বাংলার মানুষ। অনেকেই ভাবতে শুরু করছিলেন জানুয়ারি মাসের শুরুটা হয়ত শীতের মধ্যে দিয়েই হল, এই শীত হয়ত এবার দীর্ঘস্থায়ী হবে। তবে শীত প্রেমীদের আশা ভঙ্গ করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তা শুনলে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে।
আরোও পড়ুন : বিয়ের জল্পনার মাঝেই কাছাকাছি আদৃত-কৌশাম্বি! বাহুলগ্না হতেই ভাইরাল ছবি
গতকাল থেকে শীতের আমেজ বজায় রয়েছে বাংলায়। তবে সোয়েটার, জ্যাকেট, শালের পাশাপাশি এবার আপনাদের রেডি রাখতে হবে ছাতা, রেনকোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য দিল বৃষ্টির পূর্বাভাস। জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৭-১৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে শহর কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। ৬-৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে শৈল শহরের তাপমাত্রা ঘোরাফেরা করছে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে সন্দাকফুর তাপমাত্রা।