নেশনহান্ট ডেস্ক : আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। কখনো লাগছে শীত, আবার কখনো গরম। হাওয়া অফিস যদিও জানাচ্ছে আজ অর্থাৎ বুধবার থেকে কিছুটা হলেও কমবে তাপমাত্রার পারদ। তবে তাপমাত্রার হেরফের হয়নি কলকাতায়। এই আবহে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের ফলে আজ থেকেই ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ায়। আজ ভাইফোঁটা। আপনি কি আজ বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। কারণ আবহাওয়া সম্পর্কে আবহাওয়া দপ্তর দিয়েছে বড় আপডেট।
আরোও পড়ুন : একের পর এক ছুটি! শেষ হচ্ছে না ভাইফোঁটার পরেও, দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের লম্বা হলিডে লিস্ট
গত কয়েক মাস ধরে বৃষ্টির দাপট সহ্য করতে হলেও, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো বেশ শুকনো আবহাওয়াই বজায় থেকেছে বাংলায়। আজ ভাইফোঁটাও বেশ প্রাণের উৎসব বাঙলিদের কাছে। তবে আজকের দিনের জন্য খারাপ খবর শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরোও পড়ুন : ৭০ কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টি! শক্তি বাড়িয়ে ভয় ধরাতে ‘রেডি’ নিম্নচাপ! সাইক্লোন কি ?
বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করেছে। এর ফলে ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় আজ অর্থাৎ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, আজ সাধারণত মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে।
একটি নিম্নচাপ ১৬ নভেম্বর পুরোপুরি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। ১৭ নভেম্বর ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার। রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানা গেছে।