নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে (Cricket World Cup) নিউজিল্যান্ডকে (New Zealand) সেমিফাইনালে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারত (India)। অর্থাৎ, বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে নিজেদের স্থান পাকা করে ফেলেছেন রোহিত-কোহলিরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে ভারতীয় দলের প্রায় প্রত্যেক ব্যাটার রয়েছেন রানের মধ্যে। যেটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে, ভারতীয় দলে এমন একজন ব্যাটার রয়েছেন যিনি বিশ্বকাপে একাধিক ম্যাচে সুযোগ পেয়েও সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি।
যার ফলে, তাঁর বিষয়ে বিশ্বকাপের ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বড় সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তাই নয়, ভারতের ওই তারকা ব্যাটারেকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগও। এমতাবস্থায়, ফাইনালের মঞ্চে আদৌ ওই ব্যাটারকে টিমে দেখা যায় কিনা সেদিকেই নজর রয়েছে সবার। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে, কোন তারকা ব্যাটারের প্রসঙ্গে ভাবনা চিন্তা করতে পারেন রোহিত শর্মা? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বুধবার সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় তৈরি করে ফেলেন ভারতীয় ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ভারত করে ফেলে ৩৯৭ রান। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার করেন যথাক্রমে ১১৭ ও ১০৫ রান। পাশাপাশি, শুভমন গিল করেন ৮০ রান। পায়ে টান ধরায় মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন এই তরুণ ওপেনার। এদিকে, রোহিত শর্মা করেন ৪৭ রান। আর এই রানের ওপর ভর করেই ভারত ৪০০-র কাছাকাছি পৌঁছে যায়।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করলেই হবে ন্যূনতম ৬ মাসের সাজা, প্ৰস্তাব সংসদীয় কমিটির
তবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ছাপ ফেলতে পারেননি। মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন তিনি। এমনিতেই দলে শেষের দিকে নেমে পিঞ্চ হিটিংয়ের কাজ করতে পারেন সূর্য। যদিও, চলতি বিশ্বকাপে তেমন ছাপ ফেলতে পারেননি তিনি। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি করেছিলেন ২* রান। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ২২ রান। এছাড়াও, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ১২ রান ও ৪৯ রান করেন সূর্য।
আরও পড়ুন: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, টাকা কামানোর জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে Tata, এভাবে হয়ে যান লাখপতি
এমন পরিস্থিতিতে, ফাইনাল ম্যাচের জন্য টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের লক্ষ্য থাকবে দলের সেরা একাদশকে মাঠে নামানো। তাই, সূর্যকুমার যাদবের ওপরে রোহিতের কতটা ভরসা থাকবে সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি অনেকেই মনে করছেন যে, সূর্যের পরিবর্তে হয়তো তিনি ঈশান কিষান কিংবা শার্দুল ঠাকুরকে খেলাতে পারেন। এমনকি, ইতিমধ্যেই ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ছয় নম্বর বোলার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দেওয়া যেতে পারে। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের রেকর্ড যথেষ্ট ভালো। তাই, ফাইনালের দিনে ভারতের চূড়ান্ত দলের কারা কারা সুযোগ পাচ্ছেন সেদিকেই নজর রয়েছে সকলের।