নেশন হান্ট ডেস্ক: ক্রিকেটের (Cricket) ময়দানে জমে উঠেছে বিশ্বকাপের (World Cup) লড়াই। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল (India)। শুধু তাই নয়, শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে বড় জয় পেয়ে যায় ভারত। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এক্ষেত্রে, মহম্মদ শামির ১৮ রানে ৫ উইকেট নেওয়ার বিষয়টি অন্তত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এবার এই প্রসঙ্গে একটি গুরুতর অভিযোগ করলেন এক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।
মূলত, হাসান রাজা নামের ওই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এবিএন নিউজ চ্যানেলে কথা বলার সময়ে আম্পায়ার, থার্ড আম্পায়ার সহ BCCI এমনকি ICC-র বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ বা জাসপ্রিত বুমরাহর সিম বা সুইংয়ের ক্ষেত্রে ভিন্ন ধরণের বলের ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, তিনি আরও জানান এই ভিন্ন ধরণের বলের ওপর এক্সট্রা লেয়ার বা এক্সট্রা কোটিং করা হয়েছে।
এদিকে, হাসান রাজার সাথে কথা বলার সময়ে, সঞ্চালক এই যুক্তি দিয়েছিলেন যে, শাহিন শাহ, আফ্রিদি ভারতের মহম্মদ শামি, মহম্মদ সিরাজ বা জাসপ্রিত বুমরাহর মতো বোলারদের মতো একই প্রতিভাবান। সেক্ষেত্রে কেন কেবল ভারতীয় বোলাররা সিম বা সুইং পাচ্ছেন? এই প্রশ্নও উঠে আসে।
আরও পড়ুন: Tata, Hyundai-কে টেক্কা দিয়ে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করল এই কোম্পানি, তৈরি হল রেকর্ড
মোট ৪ মিনিটের উত্তরে হাসান রাজা জানান যে, “মহম্মদ শামি, মহম্মদ সিরাজ বা জাসপ্রিত বুমরাহ যেভাবে বোলিং করছেন, তা আমাকে অ্যালান ডোনাল্ডের কথা মনে করিয়ে দেয় এবং এর পেছনের কারণ হল তাঁদের একটি ভিন্ন ধরণের বল দেওয়া হচ্ছে।” হাসানের মতে, এর পেছনে আম্পায়ার বা ICC বা BCCI-এর হাত থাকতে পারে।
আরও পড়ুন: রাজ্যের এই রুটে ছুটবে ট্রেন! প্রকল্পের জন্য শুরু জমির খোঁজ, BDO-দের চিঠি পাঠাল পূর্ব রেল
শুধু তাই নয়, ভারত-শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে হাসান রাজা জানান, একই পিচে যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো খেলেছে, সেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খারাপ খেলেছে। কারণ বলটি ভিন্ন থাকায় সেটির সিম-সুইং বেশি ছিল। এদিকে, বোলিং ছাড়াও DRS নিয়েও প্রশ্ন তুলে হাসান রাজা বলেন, ভারতকে খুশি করার জন্য অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, DRS-এ অন্যান্য দলের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।
এই পুরো কথোপকথনটি ৫০ সেকেন্ড থেকে ৪ মিনিট ৫৫ পর্যন্ত সময় ধরে আপনি শুনতে পাবেন। তবে, ওই আলোচনার প্যানেলের অন্য একজন ব্যক্তি এহেন ভাবনাকে প্রত্যাখ্যান করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হাসান রাজা ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে একটি রেকর্ড তৈরি করেছিলেন। যদিও পরবর্তীতে তাঁর জন্মদিন সম্পর্কে সঠিক তথ্যের অভাবে পাকিস্তান ক্রিকেট নিজেই এই রেকর্ডটি সরিয়ে ফেলে। শুধু তাই নয়, ইনি সেই হাসান রাজা, যাঁর বিরুদ্ধে ক্রিকেটে ফিক্সিংয়ের অভিযোগও রয়েছে।