নেশনহান্ট ডেস্ক : সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল গতকাল। এই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে দিলেন বড় ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আগামী দিনে আইটি হাব গড়ে তোলা হবে উত্তরবঙ্গে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গড়ে তোলা হবে নতুন দার্জিলিং। বাঙালির পর্যটন লিস্টে সবসময় উপরের দিকে থাকে দীঘা, পুরী, দার্জিলিং। পর্যটন শিল্পের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী এবার নতুন হিল স্টেশন তৈরির কথা শোনালেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে।
আরোও পড়ুন : তাড়া নেই শ্যুটিংয়ে যাওয়ার! একান্তে কীভাবে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী ?
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। সেগুলিকে একত্রিত করে সুপরিকল্পিতভাবে নতুন দার্জিলিং গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসার পর থেকেই বাংলার পর্যটন শিল্পে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
আরোও পড়ুন : দুর্দান্ত অফার! গ্যাস সিলিন্ডার কিনলেই এবার ডিসকাউন্ট পাবেন ৫০ টাকা, বুকিং করুন এই উপায়ে
মুখ্যমন্ত্রীর কথায় আশার আলো দেখতে শুরু করেছে পাহাড়বাসী। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “একটা নতুন দার্জিলিং তৈরি করতেই হবে আমাদের। দার্জিলিং, কার্শিয়ং কালিম্পং, মিরিকে আইটি ইন্ডাস্ট্রি তৈরি করার কথা বলছি।” অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এবার নতুন দার্জিলিং হতে পারে কালিম্পং, কার্শিয়াং, মিরিক।
উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশের জন্য পর্যটন শিল্পের বিকাশের অত্যন্ত প্রয়োজন সেই বিষয়টি অনেকেই মনে করেন। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উপর জোর দিতে চাইছেন।শিল্পপতিদের বাংলায় আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গতকাল বলেন, “আপনারা যদি এখানে ১০০০ হোটেল খোলেন তাহলেও রোজ বুকিং পাবেন সেটা আমি আশ্বস্ত করছি। গভীর সমুদ্র, গভীর জঙ্গল, হিমালয়ার পার্বত্য অঞ্চল রয়েছে এখানে। এখানে আপনারা ক্রেতা পাবেন। উত্তর পূর্বের গেটওয়ে বাংলা, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমানা এখানে। বাংলার মতো ভালো পর্যটন স্থল খুব কম রয়েছে।”