মমতার বিজয়া সম্মিলনী থেকেই সূত্রপাত! পালাবদলের পথে বাবুল? লোকসভা ভোটের আগে তুঙ্গে জল্পনা

নেশনহান্ট ডেস্ক : ফের একবার জল্পনা সৃষ্টি হচ্ছে বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) ঘিরে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সাথে বাবুল সুপ্রিয়র কথা কাটাকাটি দেখেছেন সাধারণ মানুষ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিজয়া সম্মিলনীতে বাবুল সুপ্রিয়র অনুপস্থিতি ফের জল্পনা বৃদ্ধি করছে।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলনীতে রবিবার উপস্থিত ছিলেন তৃণমূলের দক্ষিণ কলকাতার অধিকাংশ নেতা-নেত্রী। তবে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি এই অনুষ্ঠানে। এরপর সবার মনে প্রশ্ন উঠতে শুরু করে কেন মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে অনুপস্থিত বাবুল সুপ্রিয়? তাহলে কি তৃণমূলের সাথে দূরত্ব বাড়াতে চাইছেন এই সেলিব্রিটি মন্ত্রী?

আরোও পড়ুন : আবারও আসরে নামছে ইডি! কুন্তলের বিরুদ্ধে বড়সড় অ্যাকশন, গ্রেপ্তারির ১০ মাস পর কী প্ল্যান এখন?

নাকি ফের একবার বিজেপির দিকে ঝুঁকছেন তিনি? প্রসঙ্গত, ২০২১ সালে আচমকা বিজেপি ছেড়ে বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূলে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বাবুলের হাতে মন্ত্রিসভার দায়িত্ব তুলে দেন। বালিগঞ্জের এই বিধায়ক নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এক বিজেপি নেতা থেকে সম্পূর্ণভাবে ঘুরে গিয়ে হয়ে যান তৃণমূলের মন্ত্রিসভার সদস্য। 

আরোও পড়ুন : তিন দশক পর বিরল যোগ! এবার ধনতেরাসে সোনা কিনলেই দুহাতে আসবে টাকা, বাড়বে ব্যবসা

কিন্তু সেই বিধায়ক কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত সেই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। কিছুদিন আগেই বাবুল সুপ্রিয় নিজের দপ্তরের কাজ করতে পারছেন না বলে বাগবিতন্ডায় জড়ান ইন্দ্রনীল সেনের সাথে। এরপর তৃণমূলের এই দুই নেতার উত্তপ্ত বাক্য বিনিময় খবরের হেডলাইন্স হয়।

babul supriyo 1200

এই আবহে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে বাবুল কেন এলেন না তাই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বাবুল সুপ্রিয় যদিও এই বিষয়ে বলেছেন, “এই অনুষ্ঠানটা ছিল ভবানীপুরকে কেন্দ্র করে। গোটা দক্ষিণ কলকাতার নয়। আমাকে গত বছর ডাকা হয় তাই গিয়েছিলাম।”