নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সর্বত্রই উৎসবের মরশুম বিরাজ করছে। শুধু তাই নয়, দুর্গাপুজোর (Durga Puja) রেশ কাটতে না কাটতেই সবাই মেতে উঠছেন ধনতেরাস (Dhanteras) থেকে শুরু করে দীপাবলির (Diwali) মতো উৎসবে। বছরের এই সময়টাতে সর্বত্রই বজায় থাকে খুশির আমেজ। পাশাপাশি, চলে উপহার আদান-প্রদানের পর্বও। এমতাবস্থায়, এবার এমন একটি প্রসঙ্গ সামনে এসেছে যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন প্রত্যেকেই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তামিলনাড়ুর একটি সংস্থা দীপাবলির ঠিক প্রাক্কালেই তার কর্মচারীদের জন্য অভিনব উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়েছে। মূলত, চা প্রস্তুতকারী ওই সংস্থার মালিক তাঁর কর্মীদের প্রত্যেককে একটি করে রয়্যাল এনফিল্ড উপহার দিয়েছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদম সত্যি।
VIDEO | With only 10 days left until Diwali, companies have initiated the tradition of offering bonuses to their employees. Many firms are providing incentives, sweets, fireworks, and clothing to their staff to celebrate the festive season.
However, a tea estate in Kotagiri… pic.twitter.com/J8uPGmczn9
— Press Trust of India (@PTI_News) November 2, 2023
এদিকে, এহেন উপহার পেয়ে বেজায় খুশি কর্মীরাও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে উপহার হিসেবে পাওয়া নতুন বাইকের চাবি হাতে সংশ্লিষ্ট সংস্থার কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি, ৪২ বছর বয়সী সংস্থার মালিক নিজেও কর্মচারীদের সাথে বাইকে ঘুরেছেন। আর এইভাবেই কর্মীদের দুর্দান্ত উপহার প্রদানের মাধ্যমে চলতি বছরের দীপাবলিকে স্মরণীয় করে রাখল ওই সংস্থা।
আরও পড়ুন: দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট
এই প্রসঙ্গে সংস্থার একজন কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দীপাবলির উপহার হিসেবে রয়্যাল এনফিল্ড পেয়ে এই বছর আলোর উৎসব আরও স্পেশাল হয়ে উঠেছে। এর জন্য সংস্থার কর্ণধারের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি ১৫ টি রয়্যাল এনফিল্ড বাইক আমাদের হাতে তুলে দিয়েছেন। যা আমরা আশা করিনি। আমরা এই সংস্থায় একসাথে কাজ করে নিজেদেরকে ধন্য বলে মনে করছি।”
আরও পড়ুন: এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা?
তবে, দীপাবলির মতো উৎসবে কর্মীদেরকে এমন অভিনব উপহার দেওয়ার বিষয়টি এর আগেও ঘটেছে। কয়েক বছর আগে, হরিয়াণার একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা তার কর্মচারীদের দীপাবলীর উপহার হিসেবে গাড়ি দিয়েছিল। সেইসময়ে এই খবরটিও উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ১২ নভেম্বর অর্থাৎ রবিবার দেশজুড়ে পালিত হবে দীপাবলি। তার আগে আলোর উৎসবে মেতে উঠতে শুরু হয়েছে তুমুল প্রস্তুতি।