নেশনহান্ট ডেস্ক : বর্তমান দিনে ফোন কিন্তু খুব জরুরী জিনিস। বলাই যায় ফোন ছাড়া কোন মানুষের দিন কাটে না। তবে সাধারণ মানুষের হাতে হাতে স্মার্টফোন থাকলেও Keypad Phone এর জনপ্রিয়তা যে কমে গেছে তা কিন্তু বলা যাবে না। আজও বজায় আছে Keypad Phone এর জনপ্রিয়তা। তাই বর্তমান দিনে Keypad Phone এর নাম উঠলে Nokia- র নাম যে উঠবে না , এটা ভাবাও যায় না।
কারণ খুব কম দামে এই কোম্পানির কাছে এমন অনেক ফিচার ফোন আছে যেগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। সেই জনপ্রিয় ফোন গুলির মধ্যে এমনই একটি Keypad Phone হল Nokia 105। এবার সাধারণ মানুষের কথা ভেবেই এই ফোনটি মাত্র 118 টাকায় দেয়া হচ্ছে। কিভাবে? অনলাইন শপিং সাইট আমাজন- এ ।
আরোও পড়ুন : নো লিঙ্ক, নো ফোন কল; হঠাৎ চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৩ লাখ! তারপর…
সাধারণ মানুষের কথা ভেবে আমাজন দিচ্ছে বিশাল অফার । Nokia 105 ফোনটির দাম 1,299 টাকা । এবার এই ফোনটি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে 12 মাসের EMI তে খুব সহজেই কেনা যাবে। অর্থাৎ সাধারণ গ্রাহকদের সুবিধার্থে গোটা বছর ধরে প্রতি মাসে মাত্র 118 টাকা করে দিতে হবে।
আরোও পড়ুন : এত্ত সুন্দর বস্তি! দেখলে আর চোখ ফেরানো যাবে না, অবাক হচ্ছেন? এরাজ্যেই মিলবে এমন অপরূপ দৃশ্য
একইভাবে যদি আপনি 3 মাসের অপশন নিতে চান তাহলে প্রতি মাসে 445 টাকা এবং 6 মাসের অপশন সিলেক্ট করলে মাসে 227 টাকা করে ইএমআই দিতে হবে। এছাড়াও আরো সুবিধা আছে। যেমন, অ্যামাজনে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড, ওয়ান কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
এই ফোনের মধ্যে যেসব ফিচার আছে তা হল , wireless FM radio, এই কীপ্যাড ফোনটি 1.77 ইঞ্চি স্ক্রিন এর।এই ফোনের ওজন 80 গ্রাম এবং ডায়মেনশন 11.5 x 4.9 x 1.4 cm। এছাড়া দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপের জন্য এই ফোনে 1000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
পাশাপাশি কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ, ইউএসবি এবং ওয়্যারলেস এফএম যোগ করা হয়েছে। এই ফোনে আছে 0.03GB RAM। এমনকি এই ফোনটি নোকিয়া সিরিজ 30 প্লাস অপারেটিং সিস্টেমে কাজ করে। তাই আর দেরি না করে আজই আমাজনে যান এবং এক্ষুনি অর্ডার করুন এই ফোনটি।