নেশন হান্ট ডেস্ক: বর্তমানে দেশের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা যাঁর কাছে রয়েছে তিনি হলেন মুকেশ আম্বানি (Mueksh Ambani)। মোট সম্পদের বিচারে এখন তিনি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। পাশাপাশি, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদেরও সম্পদের নিরিখে কড়া টক্কর দেন আম্বানি। এমতাবস্থায়, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁদের বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। সেই রেশ বজায় রেখেই এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই ভারতীয় ধনকুবের।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানিকে এবার একটি SUV উপহার দিয়েছেন। যেটি দেশের সবথেকে দামি SUV বলে জানা গেছে। এই SUV টির নাম Rolls Royce Cullinan Black Badge। যেটির দাম কয়েক কোটি টাকা। উল্লেখ্য যে, নীতা আম্বানিকে প্রায়শই দামি উপহার দিয়ে থাকেন মুকেশ আম্বানি। ইতিমধ্যেই তিনি নীতা আম্বানিকে কয়েক কোটি টাকার বিলাসবহুল জেটও উপহার দিয়েছেন। রিপোর্ট অনুসারে, নীতা আম্বানিকে উপহার দেওয়া এই SUV-টি লাল রঙের। সম্প্রতি, এই বিলাসবহুল SUV-টিকে মুম্বাইয়ের রাস্তায় জেড প্লাস নিরাপত্তার মধ্যে দেখা গেছে।
দাম কত: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নীতা আম্বানিকে উপহার দেওয়া এই SUV-টির দাম প্রায় ১০ কোটি টাকা। উল্লেখ্য যে, মুকেশ আম্বানির একাধিক দামি গাড়ি রয়েছে। যেগুলির মধ্যে রয়েছে Rolls Royce, Bentley, Land Rover Range Rover, Cadillac, Tesla, Porsche, Ferrari, Mercedes, BMW, Audi, Lexus, Volvo, Toyota ইত্যাদি।
আরও পড়ুন: একবার ফুল ট্যাঙ্ক করলেই ৮৫৩ কিমি ছুটবে এই গাড়ি! দাম মাত্র ৫.৩ লক্ষ টাকা, চমকে দেবে এটির ফিচার্স
১৫০ টিরও বেশি গাড়ি: জানিয়ে রাখি যে, আম্বানি পরিবারের প্রত্যেক সদস্যেরই একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ে আম্বানির বাড়ির গ্যারেজে ১৫০ টিরও বেশি গাড়ি রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল Rolls Royce Cullinan Black Badge। এই SUV-টি দেখলে প্রত্যেকেই অবাক হয়ে যাবেন।
আরও পড়ুন: চিনের “দাদাগিরি” কমাতে আমেরিকার সমর্থনে মাঠে নামছেন আদানি, সামনে এল দুর্ধর্ষ প্ল্যান
বিলাসবহুল সামগ্রী: মুকেশ আম্বানির বাড়িতে একাধিক বিলাসবহুল সামগ্রীর কালেকশনও রয়েছে। জানিয়ে রাখি যে, রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি গত বুধবার স্বদেশ স্টোরের উদ্বোধন করেছিলেন। রিলায়েন্সের লক্ষ্য হল, এর মাধ্যমে দেশের হাজার হাজার কারিগরদের সাহায্য করা।