নেশনহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় রাজ্য এমকি দেশ-বিদেশ থেকেও বহু মানুষ কলকাতায় এসেছিলেন উৎসবে মাতোয়ারা হতে। আশঙ্কা করা হচ্ছে কালীপুজোর সময়ও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সেই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু জায়গায় কালীপুজোর সময় বেশ ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে বারাসতের কালীপুজো বেশ জনপ্রিয়, একই সাথে জনপ্রিয় নৈহাটির কালীপুজো। এই জায়গাগুলির কথা মাথায় রেখে পূর্ব রেল সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর রেলসূত্রে। সব মিলিয়ে বলা যায়, ভিড় সামলানোই আসল লক্ষ্য।
আরোও পড়ুন : মোটা টাকা মাইনে, প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়! কপাল খুলবে চাকরিপ্রার্থীদের
•শিয়ালদা বারাসাত শিয়ালদা: শিয়ালদা থেকে একটি স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত ১২টা ১০মিনিটে। অন্যদিকে, বারাসাত থেকে স্পেশাল লোকাল ট্রেনটি ছাড়বে রাত ১ টা ১০ মিনিটে। এছাড়াও আরও একটি স্পেশাল লোকাল ট্রেন থাকছে বারাসাতের জন্য।
আরোও পড়ুন : দীপাবলির আগেই কর্মীদের চমকে দিল এই সংস্থা! উপহার হিসেবে মিলল রয়্যাল এনফিল্ড, ভাইরাল ভিডিও
•শিয়ালদা রানাঘাট শিয়ালদা: কালী পুজোর সময় এই রুটেও এক জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। রাত ১২ টা ৪০ মিনিটে এই ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। রাত ১১ঃ৪৫ মিনিটে স্পেশাল লোকাল ছাড়বে রানাঘাট থেকে। নৈহাটির জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা না করা হলেও এই ট্রেন দুটি নৈহাটি স্টেশনের উপর দিয়েই যাতায়াত করবে। অর্থাৎ নৈহাটি যাওয়ার জন্য যাত্রীরা এই ট্রেন ধরতে পারেন।
•শিয়ালদা বারুইপুর শিয়ালদা: ৩টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে এই রুটে। এগুলির মধ্যে শিয়ালদা থেকে একটি ছাড়বে বিকাল ৫:৩৫ মিনিটে, অন্যটি ছাড়বে রাত ১২:৩০ মিনিটে। রাত ১:২৫ মিনিটে একটি স্পেশাল লোকাল বারুইপুর থেকে ছাড়বে।
পূর্ব রেল জানাচ্ছে রবিবার নিয়ম মতোই ট্রেন চলাচল করবে। তবে কালীপুজোর দিন অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। যারা পুজোয় এই এলাকাগুলোতে ঘুরতে যাবেন তাদের বিশেষ সুবিধা হবে অতিরিক্ত স্পেশাল ট্রেনগুলির জন্য।