নেশন হান্ট ডেস্ক: পেনশনভোগীদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি হল ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate)। যেটি জীবন প্রমাণ পত্র নামেও পরিচিত। এটি এমন একটি নথি যেটি প্ৰতি বছর পেনশনভোগীদের পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ যেমন ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে তাদের মাসিক পেনশন গ্রহণের বিষয়টি চালিয়ে যাওয়ার জন্য জমা দিতে হয়। পাশাপাশি, এই ডকুমেন্ট অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই জমা দেওয়া যায়।
কিভাবে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেবেন:
১. এক্ষেত্রে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে আধার ফেস আইডি অ্যাপ ডাউনলোড করে অফিসিয়াল বায়োমেট্রিক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য জীবন প্রমাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এই অনুমোদনের পরই অপারেটরের ফেস স্ক্যান করে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন। পাশাপাশি, আপনার একটি ছবি তুলে জমা দিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক পেয়ে যাবেন।
আরও পড়ুন: গ্যাসের দাম কমাতে মাঠে নামলেন স্বয়ং অমিত শাহ! ৫০০ টাকাতেই মিলবে সিলিন্ডার, করলেন ঘোষণা
কিভাবে অফলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেবেন:
১. এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রামান পত্র অফলাইন মাধ্যমেও পেতে পারেন। বর্তমানে এটি খুব সহজেই পাওয়া যায়।আপনি দেশজুড়ে বিভিন্ন সিটিজেন সার্ভিস সেন্টারে এই ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।
আরও পড়ুন: ফের চাকরি বাতিল! ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অ্যাকশন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের
এমতাবস্থায়, আপনাকে সিটিজেন সার্ভিস সেন্টার খোঁজার জন্য http://jeevanpramaan.gov.in-এই পোর্টালে গিয়ে “লোকেট সেন্টার”-এ সার্চ করতে হবে। এছাড়াও, আপনি SMS-এর মাধ্যমেও এই তথ্য পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে “JPL” লিখে নিজের পিন কোড লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠাতে পারেন। এছাড়াও, আপনি এটি পেনশন ডিসপার্সিং অফিস (PDS) যেমন পোস্ট অফিস, ব্যাঙ্ক, ট্রেসারি ইত্যাদি থেকেও পেতে পারেন।
বায়োমেট্রিক্স ব্যবহার করে লাইফ সার্টিফিকেট: এক্ষেত্রে পেনশনভোগীরা একটি সফ্টওয়্যার প্রোগ্রাম এবং আধার কার্ড ব্যবহার করে সম্পূর্ণ নিরাপদ বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ডিজিটাল জীবন শংসাপত্র তৈরি করতে পারেন। সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার পরে একটি নিশ্চিতকরণ ইমেল পাবেন। এভাবেই আপনার লাইফ সার্টিফিকেট তৈরি হবে।