নেশনহান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন । তাই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কমতে চলেছে গ্যাস সিলিন্ডারের (Liquified Petroleum Gas) দাম। অগস্টেই এক দফায় কমেছিল রান্নার গ্যাসের দাম। তেমনি অক্টোবরের শুরুতেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।
এরই মাঝে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা মাথায় রেখে গ্যাসের দাম কমানোর কথা জানিয়েছেন। উল্লেখ্য, এই সবের মাঝেই এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপরে ভর্তুকি কমানোর ঘোষণা করল বিজেপি। এর আগে অগস্টের শেষে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে।
আরোও পড়ুন : রয়েছে লুকোনো ইতিহাস, দেখা মিলতে পারে ভূতেরও! বাংলার এই বাড়িকে ঘিরে আছে রোমাঞ্চকর কাহিনী
সেই কারণেই ১,১২৯ টাকা থেকে ৯২৯ টাকা হয়েছে ঘরোয়া ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। এবার উজ্জ্বলা যোজনার অধীনে ৩০০ টাকা ভর্তুকি দিয়ে যারা মাত্র ৬২৯ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। তাদের জন্য এই ভর্তুকির পরিমাণই ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে বলে বড় ঘোষণা করল বিজেপি সরকার।
তার ফলে গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকারও নীচে চলে যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্যই। এদিকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফ থেকেও গ্যাস সিলিন্ডারের দাম কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল।