ক্লাস ফোরে পড়তেই ঋত্বিকের বাবা-মায়ের ডিভোর্স! একসময় সবজি বেচে সংসার চালিয়েছেন পর্দার ‘সোমরাজ’

নেশনহান্ট ডেস্ক : ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন ঋত্বিক। বর্তমানে এই অভিনেতা জি বাংলার মেগা সিরিয়াল  ‘মন দিতে চাই’ এ সোমরাজের চরিত্রে অভিনয় করছেন। সোমরাজ ও তিতিরের কেমিস্ট্রি রাত সাড়ে দশটায় জি বাংলার পর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।

হয়ত টিআরপি তালিকায় নিজের জায়গা দিতে পারেনি, কিন্তু দর্শকদের মনে ঠিকই জায়গা করে নিয়েছে। সম্প্রতি এই জুটি এসেছিলেন জি বাংলার দাদাগিরির মঞ্চে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই অনুষ্ঠানে ঋত্বিক তুলে ধরলেন তার স্ট্রাগল জীবনের কথা। ঋত্বিক দাদাগিরি অনুষ্ঠানে খেলতে আসেন সহ অভিনেত্রী অরুনিমার সাথে।

সৌরভের অনুষ্ঠানে এসে অভিনেতা রীতিমত আপ্লুত হয়ে পড়েন। নিজের অতীত জীবনের কথা বলতে গিয়ে ঋত্বিক তুলে ধরেন তার মায়ের কষ্টের কথা। নিজের জীবনের পুরোনো গলিতে হেঁটে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন ঋত্বিক। অভিনেতা বলেন, “আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন মা-বাবা আলাদা হয়ে যায়। সেই সময় থেকে স্ট্রাগল শুরু হয় আমার।”

আরোও পড়ুন : লেপ, কম্বল ফেল! দক্ষিণবঙ্গের ঠান্ডা নিয়ে প্রকাশ্যে এল চমকে দেওয়া আপডেট, কী বলছে হাওয়া অফিস

ঋত্বিক এদিন আরো বলেন, “ক্লাস ফোর থেকে ২৮ বছর বয়স অব্দি মা কত কষ্ট করেছেন তা আমি নিজের চোখে দেখেছি। আমাকে মানুষ করার জন্য মা নিজের ছোট ছোট ইচ্ছাও পূরণ করেনি। ৭০ টাকার বেশি দামের জুতো কখনো ব্যবহার করেননি মা। কখনো ব্যবহার করেননি দামি লিপস্টিক। আমি মাকে কখনো কোনও গ্রুমিং কিট ব্যবহার করতে দেখিনি।”

চোখে হালকা জল নিয়ে অভিনেতা এদিন আরো বলেন, “আমার মায়ের যে ইচ্ছা পূরণ হয়নি, তা আমি পূরণ করতে চাই।” এই কথার মাধ্যমে কোথায় যেন রিল লাইফের সোমরাজ আর রিয়েল লাইফের ঋত্বিক মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ঋত্বিকের কথা শোনার পর সৌরভ বলেন, “অবশ্যই পারবে। তোমার চিন্তা ভাবনা খুবই ভালো। যার মন এতো ভালো, সব আশা পূর্ণ হবে তার “