‘পড়াশোনা করিনি বলেই তো…’ দাদাগিরির শোতে স্বীকারোক্তি সৌরভের! দেখুন, হঠাৎ কেন একথা বললেন মহারাজ

নেশনহান্ট ডেস্ক : জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি সবার কাছেই খুব প্রিয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই অনুষ্ঠান পেয়েছে অন্য মাত্রা। সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষ, এই অনুষ্ঠানে যারাই আসেন তারাই মোহিত হয়ে যান দাদার সঞ্চালনায়। কিন্তু এই দাদাগিরিতেই এবার দাদার ক্লাস নিলেন এক খুদে!

এই খুদে প্রতিযোগী রীতিমতো ধমক দিলেন সৌরভকে! আপনাদের মনে হতেই পারে এ আবার কী কান্ড! কিন্তু এক খুদের দৌলতে এমনটাই হল দাদাগিরিতে। একদল খুদে গত রবিবার দাদাগিরিতে আসেন খেলতে। সেখানেই এক খুদে প্রতিযোগী ক্লাস নিলেন সৌরভের। হঠাৎ যেন সঞ্চালক থেকে সৌরভ হয়ে গেলেন ক্লাসের ছাত্র।

আরোও পড়ুন : ভরা পৌষেও গায়েব শীত! বছর শেষে বাড়বে তাপমাত্রা, বড়সড় আপডেট আবহাওয়া দপ্তরের

এই প্রতিযোগিতায় খুদেটি সৌরভকে বলে ওঠেন,  ‘এদিকে এসো। ঠিক করে দাঁড়াও। তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা কি করেছ?’ এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, হ্যাঁ। এরপর এই খুদে সৌরভকে ফের প্রশ্ন করেন, ‘সারাদিন ক্রিকেট খেললে হবে না। আগে পড়াশোনা করে বড় হতে হবে। ইংরেজি হোমওয়ার্ক করেছ কী?’

আরোও পড়ুন : পরনে লাল শাড়ি, গোল করে ঘুরছেন ৩৭ হাজার নারী! এমন ইতিহাস তৈরীর কারণ জানলে ভক্তি আসবে

এই প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘ইংরেজি সেটা কী জিনিস?’ এই জবাবে পাল্টা ওই প্রতিযোগী বলে, ‘আরে বাবা ওই যে এ ফর অ্যাপেল, বি ফর বল পড়ো না?’ এই প্রশ্নের জবাবে সৌরভ বলেন তিনি পড়তেন অন্য স্কুলে। আর পড়াশোনা করেননি বলেই মা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তাই তিনি চলে গিয়েছিলেন ক্রিকেট মাঠে।

সৌরভ ও এই খুদে প্রতিযোগীর কথোপকথন মন কেড়েছে সবার। এর আগেও দাদাগিরির বিভিন্ন পর্বে দেখা গেছে ছোটদের সাথে সুন্দরভাবে মিশে যান সৌরভ। এবারের বড়দিন স্পেশাল এপিসোডেও তার অন্যথা হল না। বড়দিন স্পেশাল এপিসোডের এই অনুষ্ঠান দেখে ৮ থেকে ৮০, সবাই উচ্ছ্বসিত।